জেলার খবর

৪৪ হাজার টাকায় বিক্রি হলো পদ্মার এক কাতল

রাজবাড়ী প্রতিনিধি ॥ পদ্মার বুকে জেলের জালে ধরা পড়া ১৯ কেজি ২০০ গ্রাম ওজনের একটি কাতল মাছ বিক্রি হলো ৪৪ হাজার ১৬০ টাকায়। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে মাছটি নিলামে কিনে নেন স্থানীয় ব্যবসায়ী চান্দু মোল্লা।

জানা গেছে, মাছটি ধরেন জেলে সোনাই হালদার ও তার সঙ্গীরা। পরে বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাটের আনোয়ার খাঁর আড়তে নিয়ে আসা হয়। সেখানে উন্মুক্ত নিলামে প্রতি কেজি ২ হাজার ৩০০ টাকা দরে মাছটি কিনে নেন চান্দু মোল্লা।

ক্রেতা চান্দু মোল্লা বলেন, “মাছটি কিনেছি ভবিষ্যতে বিক্রির উদ্দেশ্যে। সামাজিক যোগাযোগমাধ্যম ও মোবাইল ফোনে ক্রেতাদের সঙ্গে যোগাযোগ চলছে। প্রতি কেজিতে ৫০ টাকা লাভ হলে মাছটি বিক্রি করে দেব।”

স্থানীয়রা জানান, পদ্মা নদীতে মাঝে মাঝে এ ধরনের বড় কাতল মাছ ধরা পড়ে, যা বাজারে বেশ সাড়া ফেলে। মাছটির ছবি ও খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক আলোচনা তৈরি হয়।

মতামত দিন