২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে রেকর্ড ৫ কোটি টোল আদায়
ডেস্ক রিপোর্ট ॥ ঈদযাত্রাকে কেন্দ্র করে পদ্মা সেতু দিয়ে যানবাহনের চলাচল রেকর্ড ছাড়িয়েছে। গত বুধবার দিবাগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত মাত্র ২৪ ঘণ্টায় ৫২ হাজার ৪৮৭টি যানবাহন সেতু অতিক্রম করেছে। এতে টোল আদায় হয়েছে ৫ কোটি ৪৩ লাখ ২৮ হাজার ১০০ টাকা, যা সেতু উদ্বোধনের পর থেকে একক দিনে সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড।সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, টোল আদায়ের এই রেকর্ড শুধু ঈদ উপলক্ষে নয়, পদ্মা সেতুর অর্থনৈতিক গুরুত্বেরই প্রতিফলন। দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষ স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে যাতায়াত করতে পারায় ঈদসহ অন্যান্য উৎসবে যানচলাচল এখন অনেক সহজ হয়েছে।
২০২২ সালের ২৫ জুন উদ্বোধন হওয়া ৬.১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু ইতিমধ্যে দেশের অবকাঠামো উন্নয়নের মাইলফলক হয়ে উঠেছে। প্রায় ৩০ হাজার ১৯৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতু দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জনগণের জীবনমান উন্নয়নে প্রত্যক্ষ অবদান রাখছে।
পদ্মা সেতুতে এই টোল আদায় শুধু সরকারের রাজস্ব বাড়াচ্ছে না, বরং দেশের অর্থনীতিকেও শক্ত ভিতের দিকে এগিয়ে নিচ্ছে। ঘরমুখো মানুষ নিরাপদে ও দ্রুত যাতায়াত করতে পারায় এর সুফল সর্বত্র প্রতিফলিত হচ্ছে।
মতামত দিন