১৫ বছর পর নওগাঁ বিএনপির সম্মেলনে প্রাণের উচ্ছ্বাস, নতুন নেতৃত্বের আভাস
নওগাঁ প্রতিনিধি ॥ নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা জমে উঠেছে। সোমবার অনুষ্ঠিত ভোটে জেলার ১৪টি ইউনিটের ১ হাজার ৪১৪ জন ভোটার গোপন ব্যালটে নতুন নেতৃত্ব নির্ধারণ করছেন।সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আটজন—সাবেক সভাপতি নজমুল হক সনি, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, সাবেক আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু, সাবেক আহ্বায়ক মাষ্টার হাফিজুর রহমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ হাসান তুহিন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আবদুস শুকুর, সাবেক কোষাধ্যক্ষ এস এম মামুনুর রহমান ও সাবেক সদস্য এ বি এম আমিনুর রহমান।
সাধারণ সম্পাদক পদে রয়েছেন চারজন প্রার্থী—সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপন, সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম ও আমিনুল হক বেলাল। সাংগঠনিক সম্পাদকের দুটি পদের জন্য লড়ছেন আটজন।
তবে সম্মেলনের আগের দিন প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ভোটার তালিকাকে ‘বিতর্কিত’ উল্লেখ করে সাধারণ সম্পাদক পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন আমিনুল ইসলাম বেলাল। এতে প্রতিদ্বন্দ্বিতার মাঠে নতুন সমীকরণ তৈরি হয়।
দীর্ঘ ১৫ বছর পর অনুষ্ঠিত এই সম্মেলনকে ঘিরে রাজপথের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা চরমে। অনেকে নতুন নেতৃত্ব আসার প্রত্যাশা করছেন, কেউ আবার মনে করছেন ধারাবাহিক অভিজ্ঞ নেতাদের মধ্য থেকে জয়ী হবেন কেউ কেউ। শহরজুড়ে ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড আর নেতাদের ছবি টাঙানো হয়েছে।
দলীয় নেতারা বলছেন, এবার এমন নেতৃত্ব দরকার যারা তৃণমূলের সঙ্গে সম্পৃক্ত এবং কর্মীবান্ধব। দুঃসময়ে যারা দলের পাশে থেকেছেন, তাদের যথাযথ মূল্যায়ন চাইছে সবাই। বিশেষজ্ঞদের মতে, এই সম্মেলন আগামী জাতীয় নির্বাচনের আগে জেলা বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে বড় ভূমিকা রাখবে।
মতামত দিন