জেলার খবর

হিলি সীমান্তে মাদকবিরোধী অভিযানে কোটি টাকার ইনজেকশন জব্দ

হিলি প্রতিনিধি ॥ দিনাজপুরের হিলি সীমান্তে আবারও বড় ধরনের মাদকবিরোধী অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মধ্যরাতের এই অভিযানে ৪ হাজার ৪শ ১৫ পিচ ভারতীয় কুপিজেসিক ইনজেকশন উদ্ধার করা হয়েছে। এর বাজারমূল্য আনুমানিক ৬ লাখ ৯১ হাজার ৫শ ৫০ টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে হিলি সিপি ও মংলা ক্যাম্পের সদস্যরা দুটি ভিন্ন এলাকায় অভিযান চালায়। রাত ২টার দিকে হিলি সীমান্তবর্তী ৪নং পোস্টে ভারতীয় দিক থেকে একজন পাচারকারী প্রবেশ করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে। এসময় পাচারকারী পানিতে একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে সেখানে ছোট ছোট পলিথিনে মোড়ানো ২ হাজার ৯শ ৪০ পিচ ইনজেকশন উদ্ধার করা হয়।

অন্যদিকে মংলা সীমান্ত দিয়ে একই কায়দায় প্রবেশের চেষ্টা করলে আরও ১ হাজার ৪শ ৭৫ পিচ নিষিদ্ধ ইনজেকশন জব্দ করা হয়।

জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে ২৪ ঘণ্টা সীমান্তে নজরদারি চলছে। একই সঙ্গে মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধেও তারা সমানতালে কাজ করছে।

বিজিবি কর্তৃপক্ষ সাধারণ জনগণকে আহ্বান জানিয়েছে, মাদক চোরাচালান প্রতিরোধে তথ্য দিয়ে সহায়তা করতে। তারা বিশ্বাস করে, আইনশৃঙ্খলা বাহিনী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টাতেই মাদকের ভয়াল থাবা থেকে সমাজকে রক্ষা করা সম্ভব হবে।

মতামত দিন