জেলার খবর

হিলি রেলস্টেশনের ঝুঁকিপূর্ণ গাছ: নিরাপত্তা ও অর্থনৈতিক ক্ষতি

হিলি প্রতিনিধি ॥ দিনাজপুরের হিলি রেলস্টেশনের ভবনের ওপর ঝুঁকিপূর্ণভাবে পড়ে থাকা পুরাতন নিম ও বট গাছগুলো নিয়ে স্থানীয়দের উদ্বেগ বাড়ছে। দীর্ঘদিন ধরে ঝড়, বৃষ্টি ও রোদে ক্ষতিগ্রস্ত গাছগুলো টিনের চালা, দেওয়াল ও অন্যান্য স্থাপনায় চাপ সৃষ্টি করছে, যা ভবনগুলোকে বসবাসের অযোগ্য করে তুলছে।

স্থানীয়রা অভিযোগ করেছেন, এই গাছগুলো সরাতে কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিচ্ছে না। অনেক গাছ শুকিয়ে ও পচে যাচ্ছে। সরকারের কোটি টাকার সম্পদ নষ্ট হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

আমজাদ খান বলেন, “এই গাছগুলো সরকারি সম্পদ। টেন্ডারের মাধ্যমে বিক্রি করলে সরকারের ফান্ডে অর্থ জমা হতো। কিন্তু অবহেলা ও উদাসীনতার কারণে কিছু হচ্ছে না।” আনোয়ার হোসেন বলেন, “বছরের পর বছর ধরে এই অবস্থা। সময়মতো ব্যবস্থা নিলে সরকার বড় অংকের রাজস্ব পেত।”

সোহেল রানা বলেন, “ভবনের ওপর গাছ থাকায় ভবনগুলো বসবাসের জন্য ঝুঁকিপূর্ণ। বিক্রি করলে অর্থ উপার্জন হতো।”

উপ-সহকারী প্রকৌশলী আব্দুর রহমান জানান, ঝড়বৃষ্টিতে গাছ ভেঙে পড়েছে। সরকারের অনুমতি ছাড়া স্থানীয়ভাবে বিক্রি করা সম্ভব নয়। ইতোমধ্যেই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নির্দেশনা পেলেই গাছ অপসারণের কার্যক্রম শুরু হবে।

স্থানীয়রা আশা করছেন দ্রুত টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে গাছ অপসারণ ও ভবন রক্ষা করা হবে।

মতামত দিন