জেলার খবর

হিরণ স্কয়ার দখল: বিসিসির প্রশাসক ও সিইও সহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা

বরিশাল প্রতিনিধি ॥ বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও জমি জবরদখলের অভিযোগে আইনি পদক্ষেপ নিয়েছেন ঝালকাঠির এক বাসিন্দা। বরিশাল মেট্রোপলিটন আমলী আদালতে দায়ের করা মামলায় বলা হয়েছে, ‘হিরণ স্কয়ার’ ও ‘পাবলিক স্কয়ার’ নামের আড়ালে স্বৈরশাসক ঘনিষ্ঠতার প্রভাবে ব্যক্তিগত জমি জবরদখল করা হয়েছে।

বাদি মো. মিজানুর রহমান জানান, তিনি ২০১১ সাল থেকে ওই জমির বৈধ মালিক ও দখলদার। জমিটি তফসিলভুক্ত, এবং নিয়মতান্ত্রিকভাবে ক্রয় করে রক্ষণাবেক্ষণ করে আসছিলেন। কিন্তু বিসিসির কিছু অসাধু কর্মকর্তা তাদের প্রভাব খাটিয়ে এবং শওকত হোসেন নামের বিতর্কিত এক ব্যক্তির ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে জমিটি নিজেদের নিয়ন্ত্রণে রেখে ভোগ করে আসছিল।

মামলায় বিসিসির প্রশাসক মো. রায়হান কাওছার, প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী, সচিব রুম্পা সিকদারসহ ৫ জনকে অভিযুক্ত করা হয়েছে। মামলার বর্ণনায় উল্লেখ আছে, ১৪ ডিসেম্বর ২০২৪ রাতে বিসিসির প্রায় ৫০-৬০ জন অজ্ঞাতনামা কর্মচারী জমির মূল ফটকের গেইট ও সাইনবোর্ড ভেঙে ফেলেন। এরপর মালামাল লুট করে অন্যত্র নিয়ে যান।

মিজানুর রহমান আরও জানান, জুলাই-আগস্টের অভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহযোগিতায় জমিটি তার দখলে আসে। দখল ফিরে পেয়ে তিনি জায়গা পরিষ্কার করে উন্নয়নমূলক কাজ শুরু করেছিলেন। কিন্তু রাতের অন্ধকারে তার সব পরিকল্পনা ধ্বংস করে দেওয়া হয়।

আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। বিএমপি গোয়েন্দা শাখার একজন সাব-ইন্সপেক্টর ২১ সেপ্টেম্বর ২০২৫-এর মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবেন।


মতামত দিন