জেলার খবর

হাসনাত আব্দুল্লাহকে এক সপ্তাহের আলটিমেটাম কুমিল্লা বিএনপির

কুমিল্লা প্রতিনিধি ॥ কুমিল্লার রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে হাসনাত আব্দুল্লাহর এক মন্তব্য ঘিরে। কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এক সংবাদ সম্মেলনে বলেছেন, “হাসনাত আব্দুল্লাহকে এক সপ্তাহের মধ্যে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। তিনি যদি তার বিতর্কিত বক্তব্য প্রত্যাহার না করেন, তাহলে কুমিল্লার রাজনীতিতে তার জন্য কোনো স্থান থাকবে না।”

সোমবার (১৯ মে) বিকেলে কুমিল্লা প্রেসক্লাব অডিটরিয়ামে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে বিএনপির এই নেতা বলেন, “আমরা এই বিষয়টি হালকাভাবে নিচ্ছি না। কুমিল্লা বিএনপির কর্মীদের মনোবলে আঘাত এসেছে। তাই আমরা চাচ্ছি বিষয়টি দ্রুত সমাধান হোক।” তিনি আরও জানান, আলটিমেটামের মেয়াদ শেষ হলে প্রয়োজনীয় রাজনৈতিক পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, গত ১৬ মে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে আয়োজিত একটি সমাবেশে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, “কুমিল্লার বিভিন্ন উপজেলায় বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের রাজনীতি চলে আওয়ামী লীগের টাকায়।” তিনি আরও বলেন, “আওয়ামী লীগের অর্থনৈতিক কাঠামো ধ্বংস করে দেওয়া উচিত এবং তাদের সমস্ত অর্থ বাজেয়াপ্ত করা দরকার।”

এই বক্তব্যে কুমিল্লার বিএনপি নেতৃবৃন্দ তীব্র প্রতিক্রিয়া দেখান। তারা বলেন, হাসনাতের বক্তব্য বিএনপির ভাবমূর্তি ও আদর্শের সঙ্গে সাংঘর্ষিক।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য হাজী আমিনুর রশিদ ইয়াছিন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকারিয়া তাহের সুমন, যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমীর, সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু এবং আরও অনেকে।

বক্তারা সবাই একমত পোষণ করেন যে, দলীয় ঐক্য ও ভাবমূর্তি রক্ষায় সময়োচিত সিদ্ধান্ত ও পদক্ষেপ নেওয়া হবে। তারা বলেন, “এই ধরণের উসকানিমূলক বক্তব্যের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর এবং সুস্পষ্ট।”

মতামত দিন