হাতিয়ায় সি-ট্রাকের ধাক্কায় নদী তীরের জিও ব্যাগ ক্ষতিগ্রস্ত, বিক্ষোভ
নোয়াখালী প্রতিনিধি ॥ হাতিয়ার বয়ার চরে নদী ভাঙন রোধে বসানো জিও ব্যাগ ছিঁড়ে দেয়ার অভিযোগে সি-ট্রাক মাস্টার আফজাল হোসেনের বিরুদ্ধে স্থানীয়রা বিক্ষোভ করেছেন। বুধবার রাতের বিক্ষোভ মিছিলে স্থানীয়রা তার স্বেচ্ছাচারিতা ও অনিয়মের প্রতিবাদ জানান।বাসিন্দাদের দাবি, নদীর তীরে বালিভর্তি জিও ব্যাগ সরকারিভাবে বসানো হয়েছিল। চলাচলের জন্য লগি ও নিশানা পতাকা থাকা সত্ত্বেও আফজাল হোসেন সি-ট্রাকের ধাক্কায় ১২টি জিও ব্যাগ ক্ষতিগ্রস্ত করেন। এতে দুটি লগি ও একটি মাছ ধরা নৌকাও ভাঙা হয়। স্থানীয়রা তাকে সতর্ক করার চেষ্টা করলেও মাস্টার অগ্রাহ্য করেন।
রাতের বৈঠকে আফজাল হোসেন ক্ষতিগ্রস্ত জিও ব্যাগ ও লগি পুনঃস্থাপনের দায়িত্ব গ্রহণ করেন এবং ভবিষ্যতে সাবধানতার অঙ্গিকার দেন। এতে স্থানীয়দের মধ্যে শান্তি ফিরে আসে। তবে সাংবাদিকদের ফোনে তিনি যোগাযোগ করেননি।
স্থানীয়রা আশাবাদী, বিষয়টি সমাধানের মাধ্যমে নদীর তীর রক্ষার কাজ অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হবে।
মতামত দিন