জেলার খবর

হাতিয়ায় চুরির অভিযোগে বাঁধা বিদ্যুৎকর্মীর রহস্যজনক মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি ॥ নোয়াখালীর হাতিয়া উপজেলায় চোর সন্দেহে এক যুবককে বেঁধে রাখার পর তার মৃত্যু হয়েছে। নিহত যুবক মো. লোকমান হোসেন (৩৫) শেরপুর জেলার চকপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ঠিকাদারের অধীনে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, লোকমান ও তার সহকর্মী মোস্তাফিজুর রহমান (২৮) বিদ্যুৎ সরবরাহ লাইনের কাজ শেষে অবশিষ্ট কিছু স্ক্র্যাপ স্থানীয় একটি ভাঙারি দোকানে বিক্রি করেন। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় তারা আবার দোকানে গিয়ে ওজন যাচাই করতে চাইলে স্থানীয় ইলেকট্রিক মিস্ত্রি তারেক আজিজসহ কয়েকজন তাদের চুরির অভিযোগ তোলে। এক পর্যায়ে দুইজনকে বেঁধে রাখা হয় এবং ভয়ভীতি দেখানো হয়।

সন্ধ্যা সাড়ে সাতটার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের বাঁধন খোলে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই লোকমান অসুস্থ হয়ে পড়েন এবং মারা যান। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযুক্ত তারেক আজিজকে আটক করেছে।

হাতিয়া থানার ওসি একে এম আজমল হুদা বলেন, “নিহতের শরীরে বড় কোনো আঘাত নেই, কেবল পিঠে ছোট একটি দাগ রয়েছে। চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়নি। সম্ভবত ভয়ে বা অতিরিক্ত আতঙ্কে তিনি হার্টফেল করেছেন।”

এদিকে নিহতের সহকর্মীরা দাবি করছেন, লোকমানকে বেঁধে মারধর করা হয়েছিল। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। মৃত্যুর সঠিক কারণ জানতে শুক্রবার দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অভিযোগ পেলে মামলার প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে পুলিশ।

মতামত দিন