হাকালুকি হাওর ও বাইক্কা বিলের পরিবেশ সংকট, মাছের উৎপাদনে হুমকি
মৌলভীবাজার প্রতিনিধি ॥ মৌলভীবাজার জেলার হাকালুকি হাওর এবং বাইক্কা বিলের পানিতে প্লাস্টিক ও বর্জ্য ফেলার ফলে মাছের উৎপাদন এবং প্রাকৃতিক ভারসাম্য সংকটে পড়েছে। স্থানীয়রা জানান, নদী ও খালে বর্জ্য ফেলার কারণে মাছের বিচরণ ক্ষেত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিল ভরাট হচ্ছে এবং জলজ উদ্ভিদ সংকুচিত হচ্ছে।হাওরের আগের ২০-২৫ ফুট গভীরতা এখন কমে ৫-১০ ফুটে নেমেছে। হাওরের বিলগুলোতে পানি কমে যাওয়ায় স্থানীয় কৃষি ও মৎস্যজীবীদের জীবনযাত্রা ক্ষতিগ্রস্ত হচ্ছে। বর্জ্য ও বালু জমে হাওর ভরাট হওয়ায় হঠাৎ বন্যা সৃষ্টি হচ্ছে, যা জনজীবন ও ফসলের জন্য ঝুঁকিপূর্ণ।
জেলা মৎস্য কর্মকর্তা আরিফ হোসেন উল্লেখ করেন, “হাওরের ২৩৮টি বিলের প্রায় অর্ধেকের অস্তিত্ব নেই। দেশের সবচেয়ে বড় মিঠাপানির হাওর হাকালুকিতে দেশীয় মাছের প্রজাতি হ্রাস পাচ্ছে।” পরিবেশবিদরা বলেন, হাওরের বিল খনন, নদী-ছড়ার প্রবাহ স্বাভাবিক করা এবং জলজ উদ্ভিদ রক্ষা জরুরি।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মাঈদুল ইসলাম জানান, “বর্জ্য ও দূষণ নিয়ন্ত্রণে আমাদের উদ্যোগ চলছে। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে।” জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন নিশ্চিত করেছেন, হাওরের বর্জ্য ও বালু রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
পরিবেশবিদরা সতর্ক করে জানান, হাওরের এই অবস্থা যদি চলতে থাকে, তাহলে হাকালুকি হাওরের প্রাকৃতিক ভারসাম্য ও মৎস্যসম্পদ ধ্বংসের মুখে পড়বে।
মতামত দিন