স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলন: বরিশালে ছাত্র-জনতা থানায় ঘেরাও কর্মসূচি
বরিশাল প্রতিনিধি ॥ বরিশালে স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনের সমন্বয়ক হোসাইন আল সুহানকে গ্রেপ্তারের প্রতিবাদে ছাত্র-জনতা বরিশাল কোতোয়ালি মডেল থানায় ঘেরাও কার্যক্রম চালিয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যার পর পুলিশের গেট আটকে দিয়ে আন্দোলনরতরা অবস্থান ধর্মঘট পালন করেন। এ ঘটনায় থানার ভিতরে ও বাহিরে ছাত্র-জনতা আটকা পড়ে।সংবাদকর্মীরা থানা কম্পাউন্ডে প্রবেশ করতে না পারায় সাংবাদিকদের কাজেও বিঘ্ন ঘটে। আন্দোলনের প্রধান সমন্বয়কারী মহিউদ্দীন রনি পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে জানতে চাইলে হোসাইন আল সুহানকে ডেভিলে গ্রেপ্তার করা হয়েছে। তবে কোন মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে তা পুলিশ প্রকাশ করতে পারেনি।
সর্বশেষ তথ্য অনুযায়ী রাত সাড়ে সাতটার সময়ও মহিউদ্দীন রনি ও আন্দোলনরত ছাত্র-জনতা থানার বাইরে অবস্থান ধর্মঘট পালন করেন। এছাড়া থানার গেটের বাইরে থাকা সংবাদকর্মীরা প্রবেশে বাধার সম্মুখীন হন। পুলিশের কোনো কর্মকর্তা এখনো মিডিয়ার সঙ্গে আনুষ্ঠানিকভাবে কথা বলেননি।
একই দিনে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের দেড় শতাধিক ইন্টার্ন চিকিৎসক তাদের কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছেন। ইন্টার্ন চিকিৎসকরা জানান, নিরাপত্তা নিশ্চিত হওয়ার পর তারা রোগীদের সেবা প্রদানে ফিরে গেছেন। এ সিদ্ধান্তের পেছনে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং হামলাকারীদের গ্রেপ্তার অভিযানের তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
ইন্টার্ন চিকিৎসক নাজমুল হুদা বলেন, “আমরা হাসপাতালের নিরাপত্তা ও রোগীদের সেবার বিষয়টি মাথায় রেখেই কাজ শুরু করেছি। চিকিৎসকরা সবসময় রোগীদের সেবা দিতে আগ্রহী।” মেডিক্যাল অফিসার ডা. মো. মাজহারুল রেজওয়ান রেজা জানান, “হাসপাতালের কর্মপরিবেশ নিশ্চিত হলে কর্মবিরতি আর চলবে না। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।”
ঘটনাটি বরিশালে স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলন, চিকিৎসক ও ছাত্র-জনতার মধ্যে উত্তেজনা এবং পুলিশ প্রশাসনের কার্যক্রম নিয়ে নতুন প্রশ্ন উত্থাপন করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষ সমন্বয় করছে।
মতামত দিন