জেলার খবর

সেন্টমার্টিনে খাদ্যপণ্যের আড়ালে মাদক পাচার ব্যর্থ, আটক ১০

কক্সবাজার প্রতিনিধি ॥ বাংলাদেশ-মিয়ানমার সমুদ্রপথে পণ্য পাচারের মাধ্যমে মাদক চোরাচালানের একটি বড় পরিকল্পনা ভণ্ডুল করে দিয়েছে কোস্ট গার্ড। সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকা থেকে আলু, রসুন ও একটি ফিশিং বোটসহ ১০ জন পাচারকারীকে আটক করা হয়েছে।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, শনিবার রাত ১০টার দিকে কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এসময় একটি সন্দেহজনক ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে পাচারের প্রস্তুতিকালে প্রায় সাত লাখ টাকা মূল্যের ৪০০ বস্তা আলু, ৪০ বস্তা রসুন এবং পাচার কাজে ব্যবহৃত বোট জব্দ করা হয়।

তিনি বলেন, অসাধু ব্যবসায়ীরা বাংলাদেশি খাদ্যপণ্য মিয়ানমারে পাচার করে তার বিনিময়ে ইয়াবা ও মদসহ বিভিন্ন মাদক দেশে আনার চেষ্টা চালাচ্ছিল। আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্তবর্তী সমুদ্র এলাকায় এ ধরনের চোরাচালান দীর্ঘদিন ধরেই চলছে। মাঝে মধ্যেই আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে পাচারকারীরা ধরা পড়লেও মূল চক্রের অনেকেই এখনো সক্রিয়। এ কারণে স্থানীয়দের দাবি, সীমান্তে নজরদারি আরও জোরদার করতে হবে।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক ও চোরাচালান রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং যে কোনো পরিস্থিতিতে এ ধরনের অপরাধী চক্রকে আইনের আওতায় আনা হবে।

মতামত দিন