সেচ বিভাগের জরাজীর্ণ ভবন ভাঙায় ৩ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু
নেত্রকোনা প্রতিনিধি ॥ নেত্রকোণা শহরে পরিত্যক্ত ভবন ভাঙার সময় দেয়াল ধসে তিনজন শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে সেচ বিভাগের এই ভবনে দুর্ঘটনাটি ঘটে।নেত্রকোণা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আলম খান জানান, বিকেলে শ্রমিকরা ভবন ভাঙার কাজ করছিলেন। হঠাৎ দেয়াল ভেঙে পড়লে চারজন চাপা পড়েন। তাৎক্ষণিকভাবে তিনজনের মৃত্যু হয়, এবং একজন গুরুতর আহত হন।
সেচ বিভাগের নির্বাহী প্রকৌশলী সারওয়ার জাহান বলেন, ভবনটি দীর্ঘদিন ব্যবহৃত হচ্ছিল না। একটি সভার মাধ্যমে কমিটি গঠন করে ভবন ভাঙার টেন্ডার দেওয়া হয়। ঠিকাদার কাজ শুরু করার কিছুক্ষণ পরেই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, ভবনটি জরাজীর্ণ ছিল এবং দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ছিল। তবে শ্রমিকদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই ভাঙার কাজ শুরু করা হয়। এতে প্রাণহানির ঘটনা ঘটে।
নেত্রকোণা সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
দুর্ঘটনার খবরে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা ভবন ভাঙার কাজের সময় শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
মতামত দিন