সীমান্ত এলাকা থেকে ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি
খাগড়াছড়ি প্রতিনিধি ॥ খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় সীমান্ত রক্ষায় নিয়োজিত বিজিবি এক ভারতীয় নাগরিককে আটক করেছে। রবিবার (২৪ আগস্ট) সকালে কচুছড়ি মুখ বিওপির টহল দলে অভিযান চালিয়ে কামিনী কুমার ত্রিপুরা (৩২) নামে ভারতীয় নাগরিককে আটক করা হয়।বিজিবি সূত্র জানায়, তিনি ত্রিপুরা রাজ্যের ধলাই জেলার রইশ্যাবাড়ী এলাকার বাসিন্দা। আটককৃত ব্যক্তিকে পরে পানছড়ি থানায় হস্তান্তর করা হয়। পানছড়ি থানার ওসি মোঃ জসিম উদ্দীন জানিয়েছেন, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় নিয়মিত টহল অভিযান অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাবিলদার মোঃ শাহ আলমের নেতৃত্বে অভিযানটি সুষ্ঠুভাবে পরিচালনা করা হয়েছে।
স্থানীয়রা বলেন, সীমান্তে এমন অভিযান নিরাপত্তা বৃদ্ধি করছে। বিজিবি জানিয়েছে, সীমান্তের অপরাধ প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে। এছাড়া বিজিবি সচেতনতা ও নিয়মিত টহলের মাধ্যমে সীমান্ত অঞ্চলে আইনশৃঙ্খলা বজায় রাখছে।
অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও অন্যান্য সীমান্ত সংক্রান্ত অপরাধ রোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর অবস্থান অব্যাহত রাখবে।
মতামত দিন