সীমান্তে সেনা তৎপরতা, অস্ত্রসহ ধরা কুখ্যাত ইমান আলী
মেহেরপুর প্রতিনিধি ॥ মেহেরপুরে সেনাবাহিনীর তৎপরতায় বড় সাফল্য এসেছে। শুক্রবার গভীর রাতে মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামে গোপন অভিযানে কুখ্যাত আসামি মো. ইমান আলী ওরফে ইমান ডাকাতকে গ্রেপ্তার করেছে সেনা সদস্যরা। তার কাছ থেকে উদ্ধার হয়েছে মার্কিন তৈরি একটি ৭.৬৫ মি.মি. পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি।সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনা সদস্যরা ইমান আলীর বাড়ি ঘেরাও করে। তল্লাশি চালিয়ে অস্ত্র উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়। ইমান আলীর বিরুদ্ধে অস্ত্র, মাদক, বিস্ফোরক, নাশকতা ও চোরাচালানসহ ১১টি মামলা রয়েছে।
মুজিবনগর থানার ওসি মিজানুর রহমান বলেন, “ইমান আলী দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চাওয়া তালিকায় ছিল। তাকে গ্রেপ্তারের মাধ্যমে বড় ধরনের অপরাধী চক্র দুর্বল হলো। তার বিরুদ্ধে নতুন অস্ত্র মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।”
আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, ইমান আলী দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় সক্রিয় অপরাধী চক্রের নেতৃত্ব দিচ্ছিলেন। বিশেষ করে মাদক ও চোরাচালান কার্যক্রমে তার নাম বারবার উঠে আসছিল। স্থানীয়দের অভিযোগ, তার ভয়ে অনেকেই মুখ খোলার সাহস পাননি।
গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসীর মধ্যে স্বস্তি দেখা গেছে। তারা বলছেন, ইমান আলী মুক্ত থাকায় এলাকার তরুণরা অপরাধে জড়িয়ে পড়ছিল। তার আটক হওয়ায় অপরাধ দমনে সহায়ক হবে বলে আশা করছেন স্থানীয়রা।
মতামত দিন