জেলার খবর

সিলেটে ভ্রাম্যমাণ কোর্টে পরিবহন শ্রমিকদের ক্ষোভ, ধর্মঘট ঘোষণা

সিলেট প্রতিনিধি ॥ সড়ক পরিবহন খাতের নানাবিধ সংকট নিরসনে আট দফা দাবি উত্থাপন করেছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ। সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালের হল রুমে বৃহস্পতিবার অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি এম. এ. বাতেন। তিনি জানান, বাণিজ্যিক যানবাহনের অর্থনৈতিক আয়ুষ্কাল ৩০ বছর নির্ধারণ, সড়ক পরিবহন আইন সংশোধন এবং দ্বিগুণ অগ্রিম আয়কর বাতিলের মতো বাস্তবসম্মত দাবি বারবার জানালেও সরকার সাড়া দিচ্ছে না। ফলে বাধ্য হয়েই ১১ আগস্টের পর থেকে ৭২ ঘণ্টার কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দাবিগুলোর মধ্যে রয়েছে—পুরোনো বাণিজ্যিক যানবাহনের বিরুদ্ধে অভিযান স্থগিত, রিকন্ডিশন গাড়ি আমদানির সময়সীমা ১২ বছর করা, দুর্ঘটনায় জব্দ হওয়া গাড়ি ৭২ ঘণ্টার মধ্যে মালিকের জিম্মায় দেওয়া, স্ক্র্যাপ নীতিমালা প্রণয়ন, মহাসড়কে আলাদা লেন তৈরি ও শ্রমিকদের লাইসেন্স ইস্যুতে জটিলতা নিরসন।

এছাড়া শ্রমিক ফেডারেশনের ঘোষিত ১২ দফা দাবি দ্রুত বাস্তবায়নের কথাও সভায় জোরালোভাবে উত্থাপন করা হয়। সংগঠনের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এই দাবি আদায় না হলে পরিবহন সেক্টরে আরও বৃহত্তর আন্দোলনের পথে যেতে হবে।

মতামত দিন