জেলার খবর

সাভারে সাংবাদিক নির্যাতন: গ্রেপ্তার কুখ্যাত সাইকো সাব্বির

ডেস্ক রিপোর্ট ॥ সাভারে সাংবাদিক নাজমুল হুদার ওপর হামলা, চাঁদা দাবি ও অপহরণের চেষ্টার ঘটনায় আলোচিত সন্ত্রাসী সাব্বির আহমেদ ওরফে সাইকো সাব্বিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২২ আগস্ট) ভোরে মানিকগঞ্জের পূর্ব দাশড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

মামলা সূত্রে জানা যায়, গত ১৯ আগস্ট সাব্বির নাজমুল হুদার কাছে ফোন করে ১১ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানোর হুমকি দেয়। পরে ফেসবুকে তার ছবি ব্যবহার করে নানা ধরনের কটূক্তিমূলক পোস্ট দিয়ে অপপ্রচার চালানো হয়।

এরপর ২০ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে নাজমুল হুদা সংবাদ সংগ্রহে গেলে সাভার মডেল মসজিদের সামনে তার গাড়ি থামিয়ে দেয় সাব্বির ও তার সহযোগীরা। তারা ফের ১১ লাখ টাকা দাবি করে। টাকা না দেওয়ায় সাংবাদিক নাজমুলকে মারধর করে এবং তার কাছে থাকা ৩২ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয়। পরে তাকে অপহরণের চেষ্টা চালানো হলে স্থানীয়রা এগিয়ে আসে। এতে ব্যর্থ হয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আশিক ইকবাল বলেন, “মামলার প্রধান আসামি সাইকো সাব্বিরকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

উল্লেখ্য, সাংবাদিক নাজমুল হুদা বর্তমানে দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের প্রতিনিধি এবং সাভার প্রেসক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

মতামত দিন