জেলার খবর

সাবেক এমপিকে কটুক্তি করার দায়ে বিএনপি নেতা বহিষ্কৃত

মৌলভীবাজার প্রতিনিধি ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মৌলভীবাজার জেলা শাখার পক্ষ থেকে এক বিবৃতি প্রকাশ করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে একাটুনা ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম নানু মিয়াকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা আহবায়ক মোঃ ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপনের স্বাক্ষরিত এ বিবৃতিতে তার বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

গত ১৫ এপ্রিল ২০২৫ ইং তারিখে একাটুনা ইউনিয়নের ৭নং ওয়ার্ডে অনুষ্ঠিত এক দলীয় কর্মীসভায় নুরুল ইসলাম নানু মিয়া বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সাংসদ ও জেলা বিএনপির সাবেক সভাপতি জনাব এম নাসের রহমানের বিরুদ্ধে কটূক্তি ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেন। দলীয় নেতার প্রতি এমন অবমাননাকর ও অশালীন মন্তব্য দলীয় শৃঙ্খলা পরিপন্থী বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, একজন সাবেক সিনিয়র সহ-সভাপতির এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণ দলীয় ঐক্য ও শৃঙ্খলার প্রতি অবজ্ঞার শামিল। সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে দল কঠোর অবস্থানে রয়েছে। এই প্রেক্ষিতে জেলা বিএনপির পক্ষ থেকে সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী, নুরুল ইসলাম নানু মিয়াকে তাৎক্ষণিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।

এছাড়াও জেলা বিএনপি ভবিষ্যতে এমন শৃঙ্খলা ভঙ্গের পুনরাবৃত্তি রোধে কঠোর নজরদারি এবং সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

মতামত দিন