সাতক্ষীরার হাটে ফসলের ক্লিনিক, কৃষিতে নতুন দিগন্ত
সাতক্ষীরা প্রতিনিধি ॥ আশাশুনি উপজেলার কৃষকরা এখন ফসলের জন্য আধুনিক চিকিৎসা পাচ্ছেন। ব্র্যাকের ‘অ্যাডাপটেশন ক্লিনিক’ ভ্রাম্যমান সেবা চালু করেছে। এখানে প্রশিক্ষিত কৃষিবিদরা সরাসরি হাট-বাজারে বসে ফসলের রোগ নির্ণয় এবং চিকিৎসা পরামর্শ প্রদান করছেন।বুধবার বিকাল ৩টায় আশাশুনি বাজারে কৃষকরা তাদের ফসল, পাতা ও শাখা নিয়ে হাজির হন। কৃষিবিদ শাহিন হোসেন উপস্থিত হয়ে রোগ নির্ণয়, রোগের কারণ ব্যাখ্যা এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। এই ক্লিনিক শুধু রোগ নিরাময় নয়, বরং কৃষকদের সচেতন ও আধুনিক কৃষি প্রণালী গ্রহণে উদ্বুদ্ধ করছে।
ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক শহিদুল ইসলাম জানান, সদর, বুধহাটা ও বড়দল ইউনিয়নের বিভিন্ন গ্রামে ১৫ দিন পরপর ভ্রাম্যমান ক্লিনিক পরিচালনা করা হয়। এভাবে প্রতিটি গ্রামের কৃষক সরাসরি আধুনিক চিকিৎসা সেবা পাচ্ছেন।
কৃষকরা জানান, পূর্বে ফসলের রোগ হলে তারা যন্ত্রণা ভোগ করতেন। এবার তারা সরাসরি কৃষিবিদদের কাছে সমস্যার সমাধান পাচ্ছেন। শুধু রোগ নিরাময় নয়, তারা ফসলের যত্ন ও সঠিক পরিচর্যার উপায়ও শিখছেন। ক্লিনিকের মাধ্যমে কৃষকরা রোগ নির্ণয়, প্রতিকারমূলক ব্যবস্থা এবং ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত ধারণা পাচ্ছেন।
এ উদ্যোগ কৃষকদের আস্থা বৃদ্ধি করছে। ফসলের রোগ নিরাময় ও পরিচালনায় এটি নতুন দিকনির্দেশনা স্থাপন করছে। হাটে বসা এই ফসল ক্লিনিক ভবিষ্যতে আশাশুনি উপজেলার কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মতামত দিন