জেলার খবর

সাংবাদিক নির্যাতনে দায়ী সাবেক ডিসি পারভীনকে কারাগারে প্রেরণ

কুড়িগ্রাম প্রতিনিধি ॥ কুড়িগ্রামে বহুল আলোচিত সাংবাদিক নির্যাতন মামলায় সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছাম্মৎ ইসমত আরা বেগম তার জামিন আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন।

এর আগে বেলা ১১টার দিকে সুলতানা পারভীন আদালতে হাজিরা দিতে আসলে উৎসুক জনতার ভিড় জমে যায়। রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. বজলুর রশিদ ও অ্যাডভোকেট আজিজার রহমান দুলু। অপরদিকে আসামিপক্ষে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট ফখরুল ইসলাম।

ঘটনার সূত্রপাত ২০২০ সালের ১৩ মার্চ। সাংবাদিক আরিফুল ইসলাম রিগান প্রশাসনের একটি পুকুরের নামকরণসহ বিভিন্ন অনিয়ম নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছিলেন। ওই রাতেই জেলা প্রশাসনের আরডিসি নাজিম উদ্দিন, এনডিসি রাহাতুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমার নেতৃত্বে অভিযান চালিয়ে আরিফুলকে নিজ বাসা থেকে আটক করা হয়। তাকে চোখ বেঁধে নিয়ে যাওয়া হয় এবং ‘ক্রসফায়ারের’ হুমকি দেওয়া হয়। পরে মোবাইল কোর্টে আধা বোতল মদ ও দেড়শ’ গ্রাম গাঁজা রাখার অভিযোগে এক বছরের কারাদণ্ড দিয়ে জেলে পাঠানো হয়।

সেই ঘটনার প্রতিবাদে সারাদেশের সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করে এবং মানববন্ধন কর্মসূচি পালন করেন। পরবর্তীতে আরিফুল কারামুক্ত হয়ে জেলা ও দায়রা জজ আদালতে মামলা দায়ের করেন। দীর্ঘ পাঁচ বছর মামলার কার্যক্রম চলার পর আদালত আজ সাবেক জেলা প্রশাসকের জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এই মামলার রায় নিয়ে সাংবাদিক সমাজে আবারও আলোচনার ঝড় বইতে শুরু করেছে। অনেকে একে সাংবাদিকতার স্বাধীনতার জন্য ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন।

মতামত দিন