জেলার খবর

সাংবাদিক এনামুল হকের পিতার ইন্তেকাল, শোক

নিজস্ব প্রতিনিধি ॥ সাংবাদিক ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের আজীবন সদস্য প্রকৌশলী এনামুল হক রিপনের পিতা আলহাজ্ব আবদুর রহিম মিয়া আর নেই (ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রোববার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ঢাকায় ইন্তেকাল করেন তিনি।

বাউফল সরকারি কলেজ এলাকার বাসিন্দা আলহাজ্ব আবদুর রহিম মিয়ার মৃত্যুতে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং এলাকাবাসী শোক প্রকাশ করেছেন। তার রুহের মাগফিরাত কামনা করা হয়েছে এবং তিনি সমাজে একজন সম্মানিত ও আদর্শবান ব্যক্তি হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন বলে মন্তব্য করেছেন অনেকেই।

স্থানীয়রা মনে করেন, আলহাজ্ব আবদুর রহিম মিয়া ছিলেন একজন দায়িত্বশীল, দয়ালু ও সামাজিকভাবে সক্রিয় ব্যক্তি। তার মৃত্যুতে পরিবার ও এলাকার মানুষের মধ্যে শূন্যতা তৈরি হয়েছে।

মতামত দিন