জেলার খবর

সাঁতার কাটতে গিয়ে প্রাণ গেল দিনাজপুরের তরুণের

হিলি প্রতিনিধি ॥ দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ ইসমাইল হোসেনের (১৮) মরদেহ ২৫ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর আড়াইটার দিকে নদীর ওলির ঘাটে ভেসে ওঠা মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল।

পুলিশ জানায়, সোমবার দুপুরে ইসমাইল দুই বন্ধুকে নিয়ে নদীতে গোসল করতে গিয়েছিলেন। প্রথমবার দক্ষিণ পাড় থেকে উত্তর পাড়ে সাঁতরে ওঠার পর তিনজন ফেরার চেষ্টা করে। কিন্তু নদীর মাঝপথে হঠাৎ ইসমাইল নিখোঁজ হয়ে যায়। দুই বন্ধু নিরাপদে পাড়ে উঠলেও ইসমাইলকে আর দেখা যায়নি।

ঘটনার খবর পেয়ে ঘোড়াঘাট ফায়ার সার্ভিস ও রংপুর থেকে একটি ডুবুরি দল উদ্ধার অভিযানে নামে। তবে সোমবার সন্ধ্যা পর্যন্ত চালানো অভিযান ব্যর্থ হয়। পরদিন সকাল থেকে ফের অভিযান চালানো হয়। অবশেষে দুপুরে স্থানীয়দের সহায়তায় ওলির ঘাট এলাকায় ভেসে ওঠা মরদেহ উদ্ধার করা হয়।

ঘোড়াঘাট ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের লিডার জিয়াউর রহমান বলেন, “অভিযান চালানোর সময় ঘটনাস্থল থেকে ৫০০ মিটার দূরে মরদেহ ভেসে ওঠে। পরে ডুবুরি দলের সহায়তায় উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, নিহত ইসমাইল স্থানীয় মোস্তাফিজুর রহমানের ছেলে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে স্থানীয়রা জানান, করতোয়া নদীতে পানির প্রবল স্রোতের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে। বিশেষ করে কিশোর-তরুণরা দল বেঁধে নদীতে সাঁতার কাটতে নেমে ঝুঁকির শিকার হন। ইসমাইলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মতামত দিন