সলঙ্গায় কাভার্ডভ্যান নয় যেন গাঁজার খনি!
সিরাজগঞ্জ প্রতিনিধি ॥ সিরাজগঞ্জের সলঙ্গায় অভিনব কৌশলে লুকানো ৭৮ কেজি গাঁজাসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল ৪টার দিকে খালকুলা বাজারের পূর্ব পার্শ্বে পরিত্যক্ত অবস্থায় থাকা একটি সাদা-নীল রঙের পিকআপ থেকে এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।প্রথমে সন্দেহজনকভাবে রাস্তার পাশে পড়ে থাকা গাড়িটিকে তল্লাশি করেও কিছু পাওয়া যায়নি। তবে চালক ও মালিক না থাকায় এবং সন্দেহজনক আচরণের কারণে বিধি অনুযায়ী গাড়িটি জব্দ করে থানায় আনা হয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, প্রাথমিকভাবে কোনো কিছু না পেলেও তদন্তের একপর্যায়ে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, গাড়ির বডির নিচে চেচিসের উপর বিশেষভাবে গাঁজা লুকানো হয়েছে। এই তথ্য পেয়ে বিষয়টি হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নকে অবহিত করা হয়।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ সুপার শহিদ উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার এবং সহকারী পুলিশ সুপার ঘটনাস্থলে উপস্থিত হন এবং বিস্তারিত শুনে গাড়িটি আবার তল্লাশির নির্দেশ দেন। পরবর্তীতে বিশেষ কৌশলে বানানো গোপন কক্ষ থেকে পলিথিন ও কসটেপে মোড়ানো অবস্থায় ছোট-বড় মিলিয়ে মোট ৭৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গাঁজাগুলো নীল রঙের পলিথিন এবং খাকী কসটেপে প্যাকে মোড়ানো ছিল, যা দেখে ধারণা করা হচ্ছে এটি একটি পেশাদার চক্রের কাজ। আইনশৃঙ্খলা বাহিনী এখন এই চক্রের মূলহোতা এবং জড়িতদের শনাক্ত করতে তৎপরতা চালাচ্ছে।
এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলমান রয়েছে এবং গাড়ি মালিক, চালকসহ জড়িতদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে। সংশ্লিষ্ট আইন অনুযায়ী দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি।
মাদক পাচারের এমন কৌশল দেখে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরাও বিস্মিত। তারা বলছেন, সীমান্তবর্তী অঞ্চল ছাড়াও দেশের অভ্যন্তরেও এখন মাদক পাচারকারীরা বিভিন্ন প্রযুক্তিনির্ভর ও কৌশলী পন্থা গ্রহণ করছে, যার ফলে গোয়েন্দা নজরদারি আরও বাড়ানোর প্রয়োজন দেখা দিয়েছে।
মতামত দিন