জেলার খবর

সরাইল আদালতে সোপর্দ যুবলীগ নেতা বেলায়েত হোসেন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় হত্যা মামলার আসামি ও নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের সরাইল উপজেলা শাখার সাবেক সভাপতি বেলায়েত হোসেন মিল্লাতকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে সৈয়দটুলা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। সরাইল থানার ওসি মো. মোরশেদুল আলম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বেলায়েত হোসেন মিল্লাতের বিরুদ্ধে হত্যা মামলা ছাড়াও আরও একাধিক ফৌজদারি অভিযোগ রয়েছে। দীর্ঘ তদন্তের পর তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে স্থানীয়রা আতঙ্কে ছিলেন। তার গ্রেফতারের খবরে সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন।

অন্যদিকে, মিল্লাতের ঘনিষ্ঠরা অভিযোগ করছেন, রাজনৈতিক প্রতিপক্ষ তাকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসিয়েছে। তবে পুলিশ বলছে, প্রমাণের ভিত্তিতেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, অপরাধে জড়িতদের পরিচয় বড় নয়, বরং অপরাধই মুখ্য। তাই আইনের চোখে সবাই সমান।

গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক মহলে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। অনেকেই এটিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দৃঢ় পদক্ষেপ হিসেবে দেখছেন।

মতামত দিন