জেলার খবর

সমসপাড়ায় ব্রিজ নির্মাণ জরুরি: উন্নয়ন থমকে কৃষি-বাণিজ্যে ক্ষতি

নওগাঁ প্রতিনিধি ॥ নওগাঁর আত্রাই উপজেলার সমসপাড়া এলাকায় ব্রিজ না থাকায় স্থানীয়দের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। নলডাঙ্গা থেকে নাটোরের সিংড়া পর্যন্ত সংযোগ সড়কের গুরুত্বপূর্ণ এই স্থানে আত্রাই নদীর উপর ব্রিজ নির্মাণ বহুদিনের দাবি হলেও এখনও তা বাস্তবায়িত হয়নি।

নদী পারাপারের একমাত্র ভরসা হলো নৌকা, ভেলা এবং অস্থায়ী কাঠের সেতু। এগুলো ব্যবহারে গ্রামবাসীকে প্রতিনিয়ত ঝুঁকি নিতে হয়। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থীদের জন্য এটি চরম ভোগান্তির কারণ।

কৃষকদের অভিযোগ, আত্রাই নদীর এ অংশে ব্রিজ না থাকায় ফসল স্থানীয় বাজার ছাড়িয়ে অন্য এলাকায় সরবরাহে সমস্যা দেখা দেয়। এতে ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন তারা। একইভাবে ব্যবসায়ীরাও সীমিত পরিসরে ব্যবসা করতে বাধ্য হচ্ছেন। সড়ক যোগাযোগ সহজ না হওয়ায় শিল্প ও ক্ষুদ্র উদ্যোক্তাদের বিনিয়োগও বাধাগ্রস্ত হচ্ছে।

বর্ষার মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়। নদীর পানি বেড়ে যাওয়ায় অস্থায়ী সেতু প্রায়ই অচল হয়ে পড়ে। এতে আশপাশের কয়েকটি গ্রামের মানুষ কার্যত বিচ্ছিন্ন হয়ে যায়।

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খাঁন তোফা বলেন, “এটি এলাকাবাসীর পুরোনো দাবি। আমরা সরকারের কাছে জোরালোভাবে দাবি জানাচ্ছি, সমসপাড়ায় আত্রাই নদীর উপর একটি স্থায়ী ব্রিজ নির্মাণ হোক। এটি হলে কয়েকটি জেলা একে অপরের সঙ্গে যুক্ত হবে, শিক্ষা ও ব্যবসায় আসবে গতি।”

গ্রামবাসী মনে করছেন, এই ব্রিজ নির্মাণ হলে শুধু দুর্ভোগ কমবে না, বরং উত্তরাঞ্চলের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

মতামত দিন