সংবাদ প্রকাশের পর ভাঙা সড়ক দ্রুত মেরামত, এলাকাবাসীর স্বস্তি
নওগাঁপ্রতিনিধি ॥ নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের দেওয়ান মহসিন আলী সড়কের ভাঙ্গা অংশ দ্রুত মেরামত করা হয়েছে। ৩১ আগস্ট বিভিন্ন পত্রিকায় “নির্মাণ কাজ শেষ হতে না হতেই সড়কে ধস” শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পর উপজেলা প্রকৌশলী নিতিশ কুমার ঘটনাস্থল পরিদর্শন করেন।পরিদর্শনের পর ঠিকাদারি প্রতিষ্ঠানকে দ্রুত মেরামতের নির্দেশ দেন। ঠিকাদারি প্রতিষ্ঠান প্রোপাইটর আব্দুল মতিন পরের দিন থেকেই কাজ শুরু করেন এবং ১০ সেপ্টেম্বর মেরামত কার্যক্রম শেষ হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, সড়কের পাশের পুকুরের কারণে মাটি ভরাট করা সম্ভব হয়নি, যা বৃষ্টির সময় কয়েকটি স্থানে ধসের কারণ হয়। দ্রুত সংস্কারের ফলে এলাকার মানুষ স্বস্তি পেয়েছেন।
আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম বলেন, মানুষের দাবি অনুযায়ী দ্রুত মেরামত করা হয়েছে। স্থানীয়দের স্বস্তি নিশ্চিত করার জন্য প্রকৌশলী এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতি ধন্যবাদ জানান।
উপজেলা প্রকৌশলী নিতিশ কুমার সাংবাদিকদের বলেন, সংবাদ প্রকাশের মাধ্যমে ভাঙ্গা রাস্তার তথ্য জানতে পেরে দ্রুত মেরামত সম্পন্ন করা সম্ভব হয়েছে। এটি স্থানীয় জনগণের জন্য সুখবর হিসেবে দেখছেন।
মতামত দিন