শ্রীমঙ্গলে তিন শতাধিক দোকান ধ্বংস, পাঁচ একর জমি উদ্ধার
মৌলভীবাজার প্রতিনিধি ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও রেলওয়ে স্টেশনের দুই পাশে অবৈধ স্থাপনা ধ্বংস করার মাধ্যমে রেলওয়ের জমি উদ্ধার করা হয়েছে। রেলওয়ে ও প্রশাসনের যৌথ অভিযানে তিন শতাধিক দোকান ও বসতবাড়ি উচ্ছেদ করা হয়।গতকাল সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পরিচালিত অভিযানে বাংলাদেশ রেলওয়ের ডেপুটি কমিশনার (রেলওয়ে ভূমি ও ইমারত) মো. নাসির উদ্দিন মাহমুদ নেতৃত্ব দেন। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনী, জেলা পুলিশ ও গ্রামীন রেল পুলিশের সহযোগিতায় অভিযান সম্পন্ন হয়।
অভিযানে আমরাইলছড়া রোড, সিন্দুরখান রোড, সাতগাঁও বাজার ও রেলওয়ে কলোনীর অবৈধ দোকানগুলো ধ্বংস করা হয়। এর ফলে প্রায় পাঁচ একর জমি রেলওয়ের মালিকানায় ফেরত এসেছে।
উচ্ছেদ অভিযানে উচ্ছেদকৃত স্থাপনার মধ্যে একটি বিলাসবহুল বাসাও ছিল, যা উচ্ছেদ করা হয়েছে। রেলওয়ের নিরাপত্তা নিশ্চিতকরণ ও ভবিষ্যতে উন্নয়ন কাজের জন্য জমি উদ্ধার করা জরুরি ছিল।
অঞ্চলের বাসিন্দারা বলেন, এই অভিযানে দীর্ঘদিন ধরে সমস্যার সমাধান হয়েছে। রেল চলাচলে যে ঝুঁকি ছিল তা কমে যাবে এবং জনসাধারণের চলাচলে সুবিধা হবে।
মতামত দিন