শ্রীমঙ্গলে চেকপোস্টে ধরা পড়ল বিদেশী মদের চালান
মৌলভীবাজার প্রতিনিধি ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের বিশেষ চেকপোস্ট অভিযানে নম্বরবিহীন একটি সিএনজি অটোরিকশা থেকে ৪৬ বোতল বিদেশী মদ জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উত্তরসুর এলাকায় এ অভিযান চালানো হয়।পুলিশ সূত্রে জানা গেছে, শ্রীমঙ্গল থানার এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি টিম কৈশর হাজী মার্কেটের সামনে চেকপোস্ট পরিচালনা করছিল। রাতেই সন্দেহভাজন একটি সিএনজি আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে যাত্রী আসনের পিছনে লুকানো অবস্থায় একটি কাগজের কার্টুন ও সাদা প্লাস্টিকের বস্তায় বিদেশী মদ পাওয়া যায়।
উদ্ধারকৃত মদের মধ্যে রয়েছে ২৪ বোতল SEAGRAM’S Blenders Pride, ১১ বোতল Bacardi Limon ও ১১ বোতল Magic Moments।
গ্রেফতার করা হয় সিএনজির যাত্রী মো. হাবিব উল্লাহ (৩২) কে। তিনি শ্রীমঙ্গলের টিলাগাঁও গ্রামের বাসিন্দা এবং আজিম মোল্লার ছেলে। পুলিশ জানায়, হাবিব উল্লাহ মাদক পাচারের সঙ্গে দীর্ঘদিন জড়িত থাকতে পারেন।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম বলেন, “এ ঘটনায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং গ্রেফতারকৃতকে শুক্রবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।”
স্থানীয়দের ভাষ্যমতে, সীমান্তবর্তী এলাকায় বিদেশী মদের প্রবাহ বাড়ছে। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি ছাড়া এ অবৈধ ব্যবসা ঠেকানো সম্ভব নয়।
মতামত দিন