জেলার খবর

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন ঠেকাতে প্রশাসনের তৎপরতা

মৌলভীবাজার প্রতিনিধি ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় অবৈধ বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী যৌথভাবে অভিযান পরিচালনা করছে। জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেনের নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহিবুল্লাহ আকনের নেতৃত্বে মোবাইল কোর্টের অভিযান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইসলাম উদ্দিনের পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, উপজেলার ২৬টি বালুমহালের মধ্যে ৬টি ইজারাধীন। ইজারাবিহীন বালুমহাল থেকে অবৈধ উত্তোলন রোধে ইউনিয়ন চেয়ারম্যান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা ও গ্রাম পুলিশকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

মোবাইল কোর্ট অভিযানে ৫শ ঘনফুট বালু জব্দ করা হয়েছে। ইউএনও বলেন, নিয়ম অমান্য করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে লাল পতাকা ও বাঁশের ব্যারিকেডের মাধ্যমে সম্ভাব্য অবৈধ উত্তোলন চিহ্নিত স্থানে ট্রাক চলাচল বন্ধ করা হয়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, নদী, পরিবেশ ও কৃষি জমি সুরক্ষার জন্য বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসন সর্বদা তদারকি ও অভিযান জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে।

শ্রীমঙ্গল উপজেলার সকল প্রশাসনিক কর্মকর্তা, ইউনিয়ন চেয়ারম্যান, ভূমি অফিস এবং সমিতির সদস্যদের অবৈধ বালু উত্তোলন ও পরিবহন বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে।

মতামত দিন