শ্রীউলা ইউনিয়নের দীর্ঘদিনের ভোগান্তি সমাধানে বাঁধ
সাতক্ষীরা প্রতিনিধি ॥ আশাশুনি উপজেলার নদী ভাঙনের কারণে বহু পরিবার দীর্ঘদিন ধরেই অর্থনৈতিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত। ভাঙন রোধে ঘোলা খেয়াঘাট থেকে গরালী খেয়াঘাট পর্যন্ত বাঁধ নির্মাণের কাজ শুরু হয়েছে। প্রকল্পের মোট দৈর্ঘ্য ৩.৩০ কিলোমিটার এবং কাজ শেষ হওয়ার নির্ধারিত সময় ২০২৬ সালের জুন মাস।মঙ্গলবার পাওয়া তথ্য অনুযায়ী, এম এম বিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ারিং লিঃ কাজের দায়িত্বে রয়েছেন। জাইকার অর্থায়নে দুটি প্যাকেজে মোট ১ কোটি ২৯ কোটি ৪৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বালিভর্তি ডাম্পিং কাজ শেষ হয়েছে এবং ৯ লক্ষ ডাম্পিং ব্লকের মধ্যে ৭ লক্ষাধিক কাজ সম্পন্ন হয়েছে। ব্লক প্লেসিং-এ ২ লক্ষ ১৪ হাজার ব্লক তৈরি হওয়ার কথা থাকলেও ৩৮০০+ কাজ শেষ হয়েছে।
সার্ভেয়ার আব্দুল আলিম জানান, পর্যাপ্ত জায়গা না থাকায় শুরু থেকে কাজের গতিতে বিলম্ব হয়েছে। তাই সময়সীমা সম্প্রসারণের প্রয়োজন হয়েছে। বর্তমানে প্রতিদিন ১৪০ শ্রমিক কাজ করছেন এবং প্রয়োজনে অতিরিক্ত শ্রমিক যুক্ত করা হচ্ছে। প্যাকেজ ৪ এ ৩২৩ মিটার এবং প্যাকেজ ৩ এ ৫২০ মিটার কাজ বাকি রয়েছে।
স্থানীয়রা আশাবাদী, নির্ধারিত সময়ে কাজ শেষ হলে নদী ভাঙনের কারণে সৃষ্ট দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে। সরকারি তদারকি এবং ঠিকাদারের মনিটরিং-এ কাজের অগ্রগতি সন্তোষজনক।
মতামত দিন