জেলার খবর

শেষ জীবনে সহানুভূতির অপেক্ষায় গোপালপুর দম্পতি

টাঙ্গাইল প্রতিনিধি ॥ টাঙ্গাইলের গোপালপুরে এক বৃদ্ধ দম্পতির জীবন যেন এক অদ্ভুত মায়ার গল্প। খোকা (৬০) ছোটবেলায় সুস্থ ছিলেন। কিন্তু ছয়-সাত বছর বয়সে এক রহস্যময় রোগে দৃষ্টি হারান তিনি। এরপর থেকেই তার পৃথিবী আঁধারে ঢাকা। তবুও ভালোবাসা হারায়নি। খুকি (৬৫), খোকার অন্ধত্ব জেনেও মামার অনুরোধে বিয়ে করেন তাকে।

বিয়ের প্রথম দিন থেকেই খুকি স্বামীর হাত ধরে শহরের পথে পথে ভিক্ষা করেন। দিনের বেলায় শহর ঘোরা আর সন্ধ্যায় গোপালপুর পেট্রোল পাম্পের সামনে বসে থাকা—এটাই তাদের উপার্জনের পথ। সকাল ১০টায় বাড়ি থেকে বের হয়ে রাত ৯টার পর ফেরেন।

বয়সের চাপ আর শরীরের দুর্বলতায় খুকির চলাফেরা কঠিন হয়ে পড়েছে। তবুও তিনি স্বামীর হাত ছাড়েন না। রান্না করে খোকাকে খাওয়ানো, শহরে নিয়ে ঘোরা—সব কাজই করেন নিজের হাতে। তাদের এক সন্তান জন্মালেও অকালেই মারা যায়।

ছোট্ট ছাপরা ঘরে কষ্টে দিন কাটছে। মানুষ স্নেহ করে খোকার আসল নাম ভুলে শুধু ‘খোকা’ বলেই ডাকে। মাঝে মাঝে কেউ ৫-১০ টাকা সাহায্য করে। তবুও জীবনে স্বপ্ন নেই, আছে শুধু প্রতিদিন বেঁচে থাকার সংগ্রাম। মানবিক সমাজের মানুষরা চাইলে এই দম্পতির শেষ জীবনে নতুন আলো আনতে পারেন।

মতামত দিন