জেলার খবর

শেবাচিমে আধুনিকায়ন ও রোগী সুবিধা বৃদ্ধির উদ্যোগ

বরিশাল প্রতিনিধি ॥ শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল (শেবাচিম) সেবার মান উন্নয়নের লক্ষ্যে ব্যাপক পদক্ষেপ নেওয়া হয়েছে। পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর জানান, দ্রুত এমআরআই মেশিন, ক্যাথল্যাব এবং সি-আর্ম মেশিন সরবরাহের প্রক্রিয়া চলছে। এছাড়াও গাইনোলজি, শিশু ওয়ার্ড এবং কেবিন আধুনিকীকরণ সম্পন্ন হয়েছে। সিসিইউ ও আইসিইউ সম্প্রসারণের কাজ চলছে।

ল্যাব অটোমেশন চালু হলে রোগীদের ভোগান্তি কমবে এবং দুর্নীতিও নিয়ন্ত্রণে আসবে। হাসপাতাল পরিচালনায় স্বচ্ছতা বৃদ্ধির জন্য বিভিন্ন বিভাগে ৭টি মনিটরিং টিম গঠন করা হয়েছে।

পরিচালক জানান, হাসপাতালের শয্যা সংখ্যা ৫০০ হলেও বর্তমানে গড়ে প্রতিদিন ৭০০ রোগী ভর্তি হচ্ছে। গত অর্থবছরে অন্তঃবিভাগে প্রায় ১ লাখ ৯৩ হাজার ও বহিঃবিভাগে ৬ লাখের বেশি রোগী সেবা পেয়েছেন। ফলে শয্যা সংকট ও পরিবেশগত সমস্যা দেখা দিয়েছে।

সকল স্বেচ্ছাসেবী ট্রলি ম্যানকে সরিয়ে সরকারি কর্মীদের দিয়ে কাজ করানো হচ্ছে। এছাড়াও ১০০টি সিলিং ফ্যান স্থাপন, ৯০ জন হরিজন সম্প্রদায়ের সদস্য নিয়োগ, টয়লেট নির্মাণ ও মেরামত কাজ চলছে।

উপাধ্যক্ষ ও মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. আনোয়ার হোসেন বাবলু জানান, নতুন ভবনে স্থানান্তরের পর মেডিসিন বিভাগে ভোগান্তি বেড়েছে, তাই সপ্তাহের মধ্যে পুরনো জায়গায় ফিরিয়ে আনা হবে। 

মতামত দিন