জেলার খবর

শিশু সুমাইয়ার মৃত্যুর ঘটনায় নতুন মোড়, সৎ মা আটক

নোয়াখালী প্রতিনিধি ॥ নোয়াখালীর বেগমগঞ্জে সৎ মা শিউলি আক্তারের নির্যাতনে মৃত্যু হলো ৩ বছর বয়সী সুমাইয়া আক্তারের। রোববার (১০ আগস্ট) বিকেলে শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত শিশুটি সৌদি প্রবাসী ফয়সাল আহমদের মেয়ে।

স্থানীয়রা জানান, শনিবার দুপুরে তুচ্ছ ঘটনায় শিশুকে শিউলি মারধর করেন। পরে শিশুকে গোসল করিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়। কিন্তু বিকেলের দিকে শিশুটি ঘুম থেকে না উঠে মৃত অবস্থায় পাওয়া যায়। পরবর্তীতে মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়।

স্থানীয় লোকজনের অভিযোগ, শিশুর কানে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে এবং রক্তপাত দেখা গেছে। তারা দ্রুত ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

বেগমগঞ্জ থানার এসআই শহীদুল ইসলাম জানান, শিশুর সৎ মা শিউলিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পুলিশ মামলা দায়ের করে তদন্ত অব্যাহত রেখেছে।

মতামত দিন