শিশু নৃত্যে রাজদ্বীপের জয়, প্রশংসায় মাতোয়ারা কুড়িগ্রাম
কুড়িগ্রাম প্রতিনিধি ॥ একই জাতীয় নৃত্য প্রতিযোগিতায় এক ভাইয়ের স্বর্ণ জয় আরেক ভাইয়ের সম্মানজনক স্থান অর্জনের ঘটনা বিরল। কিন্তু কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দুই ভাই রাজদ্বীপ প্রসাদ উৎসর্গ (৯) ও দেবরাজ প্রসাদ রোহিত (১৩) সেটিই করে দেখিয়েছে।বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে ১ ও ২ সেপ্টেম্বর অনুষ্ঠিত নৃত্যময়-এর অষ্টম বর্ষপূর্তির জাতীয় নৃত্য প্রতিযোগিতা চ্যাম্পিয়ন সেরার সেরা–২০২৫-এ ক-গ্রুপের একক সাধারণ নৃত্যে রাজদ্বীপ স্বর্ণপদক জেতে। অন্যদিকে তার বড় ভাই দেবরাজ দলীয় সাধারণ নৃত্যে দ্বিতীয় এবং দলীয় লোকনৃত্যে চতুর্থ স্থান অর্জন করে।
রাজদ্বীপ ভূরুঙ্গামারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র, আর দেবরাজ ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ে। তারা দুজনেই স্থানীয় নৃত্য প্রশিক্ষণ কার্যক্রমের সঙ্গে যুক্ত এবং নিয়মিত চর্চার ফলেই এই সাফল্য এসেছে।
তাদের বাবা-মা গোপাল চন্দ্র প্রসাদ ও শিউলি রানী দাশ দুই সন্তানের সাফল্যে উচ্ছ্বসিত। তারা বলেন, “আমরা গর্বিত যে দুই সন্তানই একসঙ্গে জাতীয় পর্যায়ে সাফল্য এনেছে। এই অর্জন আমাদের গ্রাম এবং জেলার মুখ উজ্জ্বল করেছে।”
আগামী ১৫ সেপ্টেম্বর ঢাকায় এক জমকালো অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম।
সাংস্কৃতিক মহল মনে করছে, দুই ভাইয়ের এই অর্জন শুধু পারিবারিক নয়, বরং কুড়িগ্রাম জেলার সাংস্কৃতিক সম্ভাবনার প্রতিফলন।
মতামত দিন