জেলার খবর

শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনে জেগে উঠছে নওগাঁ

নওগাঁ প্রতিনিধি ॥ নওগাঁ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়নের লক্ষ্যে বড় অগ্রগতি হলো। সম্ভাব্যতা যাচাইয়ের জন্য শিক্ষা মন্ত্রণালয় ৪ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে একটি সমন্বিত প্রকল্প গ্রহণ করেছে, যার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও অবকাঠামোগত মাস্টার প্ল্যান তৈরি করা হবে।

এই প্রকল্পের সময়কাল নির্ধারণ করা হয়েছে জুলাই ২০২৫ থেকে জুন ২০২৬ পর্যন্ত। শিক্ষা মন্ত্রণালয়ের পরিকল্পনা-৫ শাখার যুগ্ম সচিব আহমেদ শিবলী স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রশাসনিক আদেশটি ৬ আগস্ট জারি হয়। ৩১ আগস্ট শিক্ষা উপদেষ্টা কর্তৃক এটি অনুমোদিতও হয়েছে।

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলী বলেন, “এই সিদ্ধান্ত আমাদের জন্য এক বিশাল অর্জন। এটা শুধু একটি আদেশ নয়, বরং আমাদের স্বপ্নপূরণের দিকেই এগিয়ে চলার আরেকটি পদক্ষেপ।”

এর আগে ২৮ জুলাই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থাপনের জন্য সদর উপজেলার তিনটি মৌজায় ৯৬.৮১ একর জমি অধিগ্রহণের অনুমতি দেয় শিক্ষা মন্ত্রণালয়। জমি অধিগ্রহণ শেষে এবার মাস্টার প্ল্যান তৈরির উদ্যোগ নেওয়া হলো।

উপাচার্য আরও বলেন, “অনেকেই নওগাঁ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছে, কিন্তু আমরা তাদের চক্রান্ত ব্যর্থ করেছি। এই বিশ্ববিদ্যালয় হবে শুধু নওগাঁর নয়, পুরো উত্তরাঞ্চলের শ্রেষ্ঠ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান।”

তিনি নিজের দায়িত্বকে ইবাদতের অংশ হিসেবে দেখে দায়িত্ব পালন করছেন বলে জানান। “আমার পরিবার নয়, বিশ্ববিদ্যালয়ের স্বার্থই আমার কাছে বড়। মহান আল্লাহর কৃপায় আমি এই সুযোগ পেয়েছি,” বলেন তিনি।

প্রসঙ্গত, ২০২২ সালের ২৮ ফেব্রুয়ারি মন্ত্রিসভায় “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, নওগাঁ” নামের আইন খসড়া অনুমোদিত হয়। ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি সংসদে বিলটি পাস হওয়ার পর ২০২৫ সালের ১৬ জানুয়ারি নাম পরিবর্তন করে রাখা হয় “নওগাঁ বিশ্ববিদ্যালয়”।

বর্তমানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম চলছে শহরের মডেল টাউন এলাকার একটি ভাড়া ভবনে। তবে এই প্রকল্পের মাধ্যমে আগামীতে আধুনিক ও স্থায়ী ক্যাম্পাস গড়ে তোলার কাজ শুরু হবে।

মতামত দিন