জেলার খবর

শিক্ষকতার অবসানে রাজকীয় বিদায়, আবেগ ছুঁলো সবাইকে

কুমিল্লা প্রতিনিধি ॥ কুমিল্লার দেবীদ্বার উপজেলার বল্লভপুর মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ে এক আবেগঘন ও ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানে ছয়জন অবসরপ্রাপ্ত শিক্ষককে ঘোড়ার গাড়িতে রাজকীয়ভাবে বিদায় জানানো হয়েছে। সোমবার (৯ জুন) বিদ্যালয় প্রাঙ্গণে এই আয়োজন করা হয়, যেখানে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খাঁন। তিনি বলেন, “এই শিক্ষকগণ জীবনের শ্রেষ্ঠ সময় মানুষ গড়ার পেছনে ব্যয় করেছেন। তাঁদের পরিশ্রম ও মেধায় গড়ে ওঠা শিক্ষার্থীরা আজ দেশ-বিদেশে সম্মানের সঙ্গে কাজ করছেন।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল হালিম খন্দকার (১৯৭২-২০০৪), সহকারী শিক্ষক মো. আবুল হাসেম (১৯৭৮-২০১৫), কাজী আব্দুল ওয়াহিদ (১৯৭৪-২০১৬), সোপাল চন্দ্র রায় (১৯৮৬-২০০৮), মো. আবু তাহের ভূঁইয়া (১৯৮৬-২০১৮) এবং মো. শাহ আলম খান (১৯৮৮-২০২৫) দীর্ঘ কর্মজীবনের পর শিক্ষকতা থেকে অবসর নেন। এই ছয়জন গুণী শিক্ষককে বাড়ি থেকে ঘোড়ার গাড়িতে করে বিদ্যালয়ে আনা হয়, সেখানে তাদের হাতে সম্মাননা ক্রেস্ট, মানপত্র ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। পরে একইভাবে আবার ঘোড়ার গাড়িতে করে তাদের নিজ নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফকির গ্রুপের জেনারেল ম্যানেজার মো. মজিবুর রহমান সরকার। সঞ্চালনায় ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী এবং বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এডভোকেট জহিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার ও দেবীদ্বার পত্রিকার সম্পাদক এটিএম সাইফুল ইসলাম মাসুম।

বিদ্যালয়ের ৩৬টি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন। তাঁরা বলেন, এই শিক্ষকরা শুধু শ্রেণিকক্ষে শিক্ষা দেননি, বরং জীবনের প্রতিটি পদে শিক্ষার্থীদের পাশে থেকেছেন। তাঁদের আদর্শে অনুপ্রাণিত হয়ে হাজারো শিক্ষার্থী আজ সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত।

এ আয়োজনে প্রায় সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন। এমন হৃদয়ছোঁয়া বিদায় সংবর্ধনা শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে এক অনন্য বন্ধনের নিদর্শন হয়ে থাকবে।

মতামত দিন