শামুক ধরতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর
নোয়াখালী প্রতিনিধি ॥ নোয়াখালীর সেনবাগ উপজেলায় শামুক ধরতে গিয়ে পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে দক্ষিণ রাজারামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন স্থানীয় মাদরাসার শিক্ষার্থী বিবি মরিয়ম অহি (১০) ও তার ছোট বোন সিদরাতুল মুনতাহা ছহির (৬)।স্থানীয়রা জানান, ভোরে দুই বোন প্রতিদিনের মতো ঘরের পাশের পুকুরে মুখ ধোয়ার জন্য যায়। সেখানে তারা ঘাটের কাছে একটি শামুক দেখে। বড় বোন অহি শামুকটি ধরতে পানিতে নেমে পড়ে এবং মুহূর্তেই তলিয়ে যায়। তাকে বাঁচানোর চেষ্টা করতে ছোট বোন ছহিরও পানিতে ঝাঁপ দেয় এবং ডুবে যায়।
পরে সকাল ৭টার দিকে পরিবারের একজন সদস্য দুই বোনকে ভাসমান অবস্থায় উদ্ধার করে। দ্রুত স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পরিবারের সদস্যরা ভেঙে পড়েন। কান্নায় ভেসে যায় পুরো গ্রাম। প্রতিবেশীরা জানান, দুই শিশুই পড়াশোনায় ভালো ছিল এবং সবার প্রিয় ছিল। হঠাৎ তাদের মৃত্যুতে এলাকায় গভীর শোক বিরাজ করছে।
সেনবাগ থানার উপপরিদর্শক আব্দুর রউফ জানান, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, শামুক ধরতে গিয়েই বড় বোন পানিতে পড়ে। ছোট বোন তাকে বাঁচাতে গিয়ে নিজেও প্রাণ হারায়। কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারকে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনাকে এলাকাবাসী এক হৃদয়বিদারক দুর্ঘটনা হিসেবে উল্লেখ করেছেন। শিশুদ্বয়ের মৃত্যুতে সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।
মতামত দিন