জেলার খবর

লোহালিয়া নদীতে দুই যুবকের মরদেহ উদ্ধার, এলাকায় আতঙ্ক

পটুয়াখালী প্রতিনিধি ॥ পটুয়াখালীর লোহালিয়া নদী থেকে তুহিন হাওলাদার ও রেজাউল নামে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে লোহালিয়া সেতুর নিচ থেকে তুহিনের মরদেহ উদ্ধার করা হয়। এর পর বুধবার সকাল ৮ টার দিকে নদীর ধলু হাওলাদার বাড়ি সংলগ্ন এলাকা থেকে রেজাউলের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত তুহিন হাওলাদার ২৫ বছর বয়সী এবং পটুয়াখালী পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার পরিবার জানিয়েছে, সোমবার রাতে ডিবি পুলিশের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। মৃত তুহিনের স্ত্রী ও দুই শিশু সন্তান রয়েছে।

রেজাউল ২৮ বছর বয়সী অটোরিকশা চালক। সোমবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফেরেননি। স্থানীয়রা রাতেই তার অটোরিকশা উদ্ধার করে পুলিশকে জানায়। বুধবার সকালে মরদেহ উদ্ধার হয়।

দুই যুবকের মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, সোমবার রাতে তাদের কোনো অভিযান পরিচালনা করা হয়নি। পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ জানিয়েছেন, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

স্থানীয়রা জানাচ্ছেন, ধারাবাহিক মরদেহ উদ্ধারের ঘটনায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। জেলা পুলিশ নিহতদের মৃত্যুর কারণ খতিয়ে দেখছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

মতামত দিন