লক্ষীছড়িতে সেনা অভিযানে ইউপিডিএফের গোপন আস্তানা উন্মোচন
খাগড়াছড়ি প্রতিনিধি ॥ পার্বত্য খাগড়াছড়ির লক্ষীছড়িতে সেনাবাহিনী ইউপিডিএফের একটি গোপন আস্তানায় অভিযান চালিয়ে নগদ টাকা, বিশেষ পাসপোর্টসহ গুরুত্বপূর্ণ সরঞ্জাম উদ্ধার করেছে। বুধবার (২০ আগস্ট) ভোরে দেওয়ানপাড়া এলাকায় পরিচালিত এই অভিযান লক্ষ্যভিত্তিক ছিল।লক্ষীছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তাজুল ইসলামের নেতৃত্বে সেনা টহল দল আস্তানায় পৌঁছালে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ৯ লাখ ২৯ হাজার ৫১০ টাকা নগদ, ২টি লাল পাসপোর্ট, ৫টি মোবাইল ফোন, ১২টি সিমকার্ড, অতিরিক্ত ব্যাটারি, এটিএম কার্ড, চাঁদা আদায়ের রশিদ, টেলিফোন, রান্নার চুলা ও অন্যান্য সরঞ্জাম।
লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম বলেন, ইউপিডিএফের সশস্ত্র কার্যক্রম পার্বত্য এলাকার জনজীবনে অশান্তির অন্যতম কারণ। জননিরাপত্তা রক্ষায় সেনাবাহিনী নিয়মিত অভিযান চালাচ্ছে এবং এর মাধ্যমে এলাকার স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব হচ্ছে।
প্রসঙ্গত, প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ দীর্ঘদিন ধরে পার্বত্য এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে। সেনাবাহিনী আশা করছে, এই অভিযান ভবিষ্যতে সাধারণ জনগণের নিরাপত্তা এবং পার্বত্য এলাকায় শান্তি বজায় রাখতে সহায়ক হবে।
মতামত দিন