রাজৈরে নেশার টাকায় হত্যাকাণ্ডে জড়িত দুই যুবক গ্রেপ্তার
মাদারীপুর প্রতিনিধি ॥ মাদারীপুরের রাজৈরে অটো ভ্যান চালক আকাশ আকন হত্যার ঘটনায় জড়িত সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের দুই সদস্য ধরা পড়েছে পুলিশের জালে। তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে নিহতের ব্যবহৃত মোবাইল ফোন ও ব্যাটারি চালিত অটো ভ্যান।পুলিশ জানায়, গত ৩০ জুলাই নয়ানগর মাঝকান্দি এলাকায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা এসে শনাক্ত করেন, তিনি আকাশ আকন (১৮), যিনি আগের দিন কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। ঘটনার পর নিহতের পিতা মোঃ আমজাদ আকন অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
মাদারীপুরের পুলিশ সুপারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাহাঙ্গীর আলমের নেতৃত্বে যৌথ অভিযান চালায় রাজৈর থানা ও জেলা গোয়েন্দা পুলিশ। অভিযানে ১৩ আগস্ট রাতে প্রথমে হায়দার শেখকে গ্রেফতার করা হয়, যার কাছ থেকে নিহতের মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে তার তথ্য অনুযায়ী আবু বক্করকে গ্রেফতার করে পুলিশ। তার স্বীকারোক্তি অনুযায়ী রাজৈরের হৃদয়নন্দি এলাকার একটি গ্যারেজ থেকে নিহতের অটো ভ্যান উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, দুই আসামি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য, যারা মূলত রাতে ফাঁকা সড়কে টার্গেট করে অটোরিকশা ও অটো ভ্যান ছিনতাই করত। প্রয়োজনে চালককে হত্যা করতেও তারা দ্বিধা করত না। নেশার টাকা জোগাড় করাই ছিল তাদের অপরাধের পেছনের উদ্দেশ্য। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।
মতামত দিন