জেলার খবর

রাজাপুর আদালতে যুবকের ওপর সশস্ত্র হামলা, আটক ৩

ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের চতুর্থ তলায় এক যুবককে চাকু দিয়ে আক্রমণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার আগে রাজাপুর আমলি আদালতের এজলাস কক্ষে হাজিরা দিতে আসা জসিম মাঝি ও তার ভাইদের উপর হামলা চালানো হয়।

আহত জসিম মাঝিকে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থা গুরুতর হওয়ায় তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঝালকাঠি আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মানিক আচার্য্য বলেন, বাদী পক্ষের এমদাদুল, জহিরুল ও রফিকুল এই হামলা চালায়।

আক্রান্তের নাকের উপর চাকু দ্বারা কোপ দেওয়া হয়েছে। হামলার পর আইনজীবী ও পুলিশ যৌথভাবে তিন হামলাকারীকে আটক করে। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

স্থানীয়রা বলছেন, আদালত প্রাঙ্গণে এই ধরনের সহিংস ঘটনা আইনশৃঙ্খলার জন্য ঝুঁকি সৃষ্টি করে। পুলিশের দাবি, আক্রান্তের চিকিৎসার পাশাপাশি ঘটনার তদন্ত দ্রুত সম্পন্ন হবে।

মতামত দিন