রাজশাহীতে ফ্যানের সঙ্গে ঝুলন্ত বাবা-ছেলে, পাশে মা-মেয়ের লাশ উদ্ধার
রাজশাহী প্রতিনিধি ॥ রাজশাহীর পবা উপজেলার বামুনশিকড় এলাকায় একই পরিবারের চারজনের মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। শুক্রবার (১৫ আগস্ট) সকালে নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।স্থানীয় সূত্রে জানা যায়, কৃষিকাজ করা মিনারুল ইসলাম পরিবারসহ মাটির ঘরে বসবাস করতেন। আর্থিক সংকট ও ঋণের বোঝা ছিল বলে শোনা যায়। সকালে প্রতিবেশীরা ডাকাডাকি করে সাড়া না পেয়ে ঘরে প্রবেশ করলে চারজনের মরদেহ দেখতে পান।
উত্তরের ঘরে মা সাধিনা বেগম (২৮) ও আঠারো মাসের শিশু মিথিলার মরদেহ পড়ে ছিল। দক্ষিণের ঘরে বাবা মিনারুল (৩০) ও ছেলে মাহিম (১৩) ফ্যানের সঙ্গে ঝুলছিলেন। এই দৃশ্য দেখে স্থানীয়রা হতবাক হয়ে পড়েন এবং দ্রুত পুলিশে খবর দেন।
মতিহার থানার এএসআই কালাম পরভেজ জানান, ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। তবে প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
ঘটনার পর থেকে পুরো গ্রাম জুড়ে শোক ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মতামত দিন