জেলার খবর

রাজবাড়ীতে প্রলোভনে ধর্ষণ, অবশেষে পুলিশের জালে যুবক

রাজবাড়ী প্রতিনিধি ॥ রাজবাড়ীর গোয়ালন্দে ধর্ষণ মামলার এক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত মো. আঃ ছালাম মোল্লা (২৬) দৌলতদিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড তমিজুদ্দিন মৃধা পাড়ার বাসিন্দা।

থানা পুলিশ জানায়, চলতি বছরের ৭ জুলাই রাত ১১টার দিকে আসামী ভিকটিমের শয়নকক্ষে প্রবেশ করে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় দীর্ঘ তদন্তের পর ভিকটিম ১৯ আগস্ট থানায় মামলা দায়ের করলে পুলিশ তৎপর হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) সেলিম মোল্লা সংগীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে। ১৯ আগস্ট রাত ১০টার দিকে সৈদালপাড়া এলাকায় রশিদ শিকদারের দোকানের সামনে থেকে আসামীকে আটক করা হয়। পুলিশ জানায়, আসামীকে গ্রেফতারে স্থানীয়দের সহযোগিতা পাওয়া গেছে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, “মামলা হওয়ার পরই পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।”

এদিকে স্থানীয় এলাকাবাসীর দাবি, এই ধরনের অপরাধ যাতে আর না ঘটে সেজন্য পুলিশি টহল আরও জোরদার করা দরকার। সমাজে অপরাধ দমন এবং নারীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ভূমিকার ওপর তারা জোর দেন।

মতামত দিন