জেলার খবর

রাজবাড়ীতে গোয়েন্দা অভিযানে নারীর হেফাজতে বন্দুক-কার্তুজ !

রাজবাড়ী প্রতিনিধি ॥ রাজবাড়ীর গোয়েন্দা পুলিশের অভিযান সুমি খাতুন নামের এক নারীকে গ্রেপ্তারের মধ্য দিয়ে অস্ত্র চক্রের নতুন এক অধ্যায়ের খোঁজ দিয়েছে। একটি দেশীয় ওয়ান শ্যুটার গান ও দুটি তাজা কার্তুজ উদ্ধারের পাশাপাশি ভিডিও ফুটেজে দেখা গেছে কীভাবে অস্ত্রটি বাড়িতে পৌঁছে যায় এবং পরে তা সুমির হাতে যায়।

অভিযানের সময় উপস্থিত পুলিশ কর্মকর্তারা জানান, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে তারা নিশ্চিত হন যে সুমি খাতুনের বাড়িতে অস্ত্র রাখা হয়েছে। গোপন তথ্য অনুযায়ী ডিবি পুলিশের একটি দল পাশের আরেক মহিলাকে নিয়ে রাত ৮টার দিকে ভবানীপুরের বাসায় অভিযান চালায়। সেখানেই ব্যাগটি উদ্ধার করা হয়, যার ভেতরে ছিল অস্ত্র ও গুলি।

পুলিশের ধারণা, গ্রেপ্তার নারী এবং তার স্বামী একটি অপরাধচক্রের সঙ্গে জড়িত এবং অস্ত্রটি অন্যত্র সরিয়ে ফেলার পরিকল্পনা ছিল। এই ঘটনায় রাজবাড়ীতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা অপরাধ চক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ দাবি করেছে। পলাতক স্বামী আনোয়ার হোসেনকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

মতামত দিন