জেলার খবর

রডবোঝাই ট্রাক ডাকাতি: নোয়াখালীতে যুবদল কর্মি গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি ॥ ঢাকা-ফেনী মহাসড়কের কুমিল্লা চৌদ্দগ্রামের বাবুর্চি বাজার থেকে রডবোঝাই একটি ট্রাক ডাকাতির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডাকাতির সময় ট্রাকের চালক ও হেলপারকে বাঁধা দেয়া হয়।

রোববার পুলিশ জানায়, গতকাল শনিবার রাতে ডাকাত দল ট্রাকটি নোয়াখালীর কবিরহাটের দিকে নিয়ে যায়। টহলরত পুলিশ বিষয়টি জানতে পেরে দ্রুত অভিযান চালিয়ে ট্রাক ও ডাকাতদের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা যুবদল কর্মি সোলেমান সুজন ও আবু ছয়েদ। স্থানীয়রা জানায়, সোলেমান আগে ছাত্রলীগের সদস্য ছিলেন, পরে নিজেকে যুবদলের সমর্থক হিসেবে পরিচয় দেন।

কবিরহাট থানার পরিদর্শক (তদন্ত) মো. মঞ্জুরুল আহমদ জানান, তিনজনকে আটক করা হয়েছিল, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর একজনকে ছেড়ে দেওয়া হয়। ট্রাকসহ গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়া চলছে।

পুলিশ এই ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করবে।

মতামত দিন