জেলার খবর

যৌথ অভিযানে গোপালপুরে বিপুল পরিমাণ মাদক জব্দ

টাঙ্গাইল প্রতিনিধি ॥ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় পরিচালিত এক যৌথ অভিযানে বিপুল পরিমাণ বাংলা মদ এবং নগদ অর্থ জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) রাত ৯টায় হেমনগর ইউনিয়নের নলিন বাজার সংলগ্ন সুইপারবাড়ি এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশগ্রহণ করে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

অভিযানের নেতৃত্বে ছিলেন ৩৭ আর্মি এডি রেজিমেন্টের ক্যাপ্টেন শাহরিয়ার আশফাক। সঙ্গে ছিলেন গোপালপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল হাসান এবং টাঙ্গাইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. সিরাজুল ইসলাম।

অভিযানে আনুমানিক ২৫ লক্ষাধিক টাকা মূল্যের বাংলা মদ এবং মাদক বিক্রির নগদ ৩,৯৫,৭০০ টাকা জব্দ করা হয়। এছাড়া মদ তৈরি ও সংরক্ষণের জন্য ব্যবহৃত বিভিন্ন উপকরণ ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করা হয়।

ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন: অপূর্ব (২৫), শয়ন (১৫) এবং শাখারিয়া গ্রামের আনোয়ার হোসেন (৪২)। অভিযানের পর আটককৃতদের থানায় হস্তান্তর করা হয় এবং এদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অভিযান-পরবর্তী এক বিবৃতিতে এসিল্যান্ড মো. নাজমুল হাসান বলেন, “জব্দকৃত মালামাল, নগদ অর্থ এবং আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হয়েছে। অধিকতর তদন্তের স্বার্থে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে মামলা দায়ের করবে। যারা এই অবৈধ কার্যক্রমে জড়িত, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।”

এ সফল অভিযানে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তারা জানান, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় মদের অবৈধ উৎপাদন ও বিক্রি চলছিল। এ ধরনের কঠোর অভিযান আরও পরিচালনার আহ্বান জানান তারা।

মাদক নির্মূলে প্রশাসনের এমন তৎপরতা ভবিষ্যতে আরো বাড়ানো উচিত বলে মত প্রকাশ করেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। এ ধরনের অভিযান মাদকসেবী ও ব্যবসায়ীদের জন্য একটি স্পষ্ট বার্তা বলে মনে করছেন সচেতন নাগরিকরা।

মতামত দিন