যুদ্ধ উত্তেজনায় সীমান্তে পুশ ইন বাড়ছে, আটক ৪৪
মৌলভীবাজার প্রতিনিধি ॥ ভারত-পাকিস্তান যুদ্ধ সম্ভাবনার উত্তেজনার মধ্যে বাংলাদেশ-ভারত সীমান্তে অনুপ্রবেশের (পুশ-ইন) ঘটনা বাড়ছে। মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার পাল্লাথলি ও নিউ পাল্লাথলি সীমান্ত দিয়ে বিএসএফ কর্তৃক বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছে অন্তত ৪৪ জন বাংলাদেশিকে। এ ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে সীমান্তবর্তী এলাকায়।বৃহস্পতিবার ভোরে ভারতের আসাম রাজ্য থেকে এসব মানুষকে সীমান্তে এনে ঠেলে দেওয়া হয় বলে জানিয়েছে স্থানীয়রা। বড়লেখা সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করে। পরবর্তীতে যাচাই-বাছাই শেষে ৫২ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ৪৪ জনকে বড়লেখা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে ৫২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান বলেন, “এরা সবাই বাংলাদেশি নাগরিক। যাচাই-বাছাই শেষে আমরা থানায় হস্তান্তর করেছি। আরও কয়েকজনকে আমরা এখনও যাচাই করছি।”
আটকদের মধ্যে অধিকাংশের বাড়ি নড়াইল জেলায়। এছাড়া সাতক্ষীরা, কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার বাসিন্দারাও রয়েছেন। তাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। পুলিশ বলছে, এসব ব্যক্তি ভিন্ন সময়ে সীমান্ত পেরিয়ে ভারতে গিয়েছিলেন। সেখানে তারা অনিয়মিতভাবে বসবাস করছিলেন।
বড়লেখা থানার পরিদর্শক (তদন্ত) শেখ মো. কামরুজ্জামান জানান, “আমরা তাদের আত্মীয়-স্বজনদের সাথে যোগাযোগ করছি। শুক্রবার বিকেল পর্যন্ত ৩৫ জনকে তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।”
স্থানীয়দের অভিযোগ, ভারতের বিএসএফ পরিকল্পিতভাবে সীমান্ত দিয়ে পুশ-ইন ঘটাচ্ছে এবং আসন্ন যুদ্ধ-উত্তেজনার সুযোগ নিচ্ছে। এই পরিস্থিতিতে বড়লেখা সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে।
জেলার প্রশাসনিক মহলে এ বিষয়ে বাড়তি সতর্কতা দেখা গেছে। আইনশৃঙ্খলা বাহিনী সীমান্তে কড়া নজরদারি শুরু করেছে। সীমান্তবর্তী এলাকাগুলোর পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে থাকলেও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
মতামত দিন