যমুনায় নৌকাডুবি, পাঁচ বছর পরও শোকের আবহ
টাঙ্গাইল প্রতিনিধি ॥ টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বাইশকাইল গ্রাম যেন এখনও শোকের আবহে ঘেরা। ২০২০ সালের আগস্টে যমুনায় ঘটে যাওয়া ভয়াবহ নৌকাডুবিতে গ্রামের পাঁচ যুবকের অকাল মৃত্যু আজও ভোলেনি কেউ। সময় গড়িয়েছে পাঁচ বছর, কিন্তু পরিবার ও স্থানীয়দের কাছে এ ঘটনা এখনো তাজা ক্ষত।সেদিন ঈদ আনন্দকে ঘিরে গ্রামের ২৭ জন যুবক চাঁদা তুলে একটি ইঞ্জিনচালিত নৌকায় যমুনা সেতুর পূর্বপাড়ে পিকনিক করতে যান। কিন্তু ফেরার পথে বিকেল পাঁচটার দিকে প্রবল স্রোতের কবলে পড়ে চায়না ঘাটের কাছে নৌকাটি ডুবে যায়। প্রাণে বাঁচলেও পাঁচ তরুণের আর দেখা মেলেনি।
নিহতরা হলেন—মারুফ হাসান মণ্ডল (২৬), হাসিনুর রহমান (৩০), মিজান (২৮), শরিফ হোসেন (১৭) ও শাহাদত হোসেন (১৭)। তাদের পরিবারে আজও শোকের কান্না থামেনি। দুর্ঘটনার তিন দিন পর ভেসে ওঠা অর্ধগলিত মরদেহগুলো পুরো গ্রামকে স্তব্ধ করে দেয়।
গ্রামের প্রবীণরা বলেন, “এমন দুর্ঘটনা বাইশকাইল গ্রামে আগে কখনো ঘটেনি। একসঙ্গে পাঁচটি প্রাণ হারানোর ঘটনা আমাদের হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করেছে।” প্রতি বছর এ সময় এলেই গ্রামে শোকের আবহ নেমে আসে।
আজও যমুনা নদী পাড়ে দাঁড়ালে স্থানীয়রা সেই দিনের করুণ দৃশ্য মনে করে শিউরে ওঠেন। তরুণদের হারিয়ে অসংখ্য পরিবার স্বপ্নভঙ্গের বেদনায় দগ্ধ। স্থানীয়রা দাবি করছেন, নদীপথে নিরাপত্তা নিশ্চিত না হলে এ ধরনের দুর্ঘটনা আবারও ঘটতে পারে।
মতামত দিন