জেলার খবর

মৌলভীবাজারে ১৩ লাখের ‘তুফান’ মাতাবে কোরবানির হাট

মৌলভীবাজার প্রতিনিধি ॥ ঈদুল আজহা উপলক্ষে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় এবার কোরবানির হাটে সবচেয়ে বড় আকর্ষণ হয়ে উঠেছে ১ টনেরও বেশি ওজনের একটি ষাঁড়। ‘তুফান’ নামের এই ফ্ল্যাকবি জাতের ষাঁড়টি শ্রীমঙ্গল এগ্রো খামারে লালিত-পালিত হচ্ছে এবং এর দাম চাওয়া হয়েছে ১৩ লাখ টাকা। বিশাল আকৃতির এই ষাঁড় এখন জেলার সর্বোচ্চ মূল্যের গবাদিপশু হিসেবে আলোচনার কেন্দ্রে।

শ্রীমঙ্গল সদর ইউনিয়নের হাইল হাওরের পাশে অবস্থিত জেটি রোডের শ্রীমঙ্গল এগ্রো খামারে গিয়ে দেখা যায়, প্রায় চার কেয়ার জায়গা জুড়ে বিস্তৃত খামারটিতে ফ্রিজিয়ান জাতের ৩০০’র বেশি গরু রয়েছে। খামারের ছোট ও মাঝারি আকৃতির গরুগুলো ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। তবে এবার কোরবানির জন্য প্রস্তুত রাখা হয়েছে ১০টি বড় আকৃতির ষাঁড়, যেগুলোর দাম দেড় লাখ থেকে শুরু করে ১৩ লাখ পর্যন্ত।

এর মধ্যে সবচেয়ে বেশি নজর কাড়ছে বিশাল দেহের তুফান। ষাঁড়টির উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি এবং দৈর্ঘ্য প্রায় ১১ ফুট ৬ ইঞ্চি। ওজন প্রায় ১ হাজার ১৫০ কেজি। খামার কর্তৃপক্ষ জানিয়েছে, ষাঁড়টিকে সম্পূর্ণ দেশীয় খাবার — ডাল, খৈল, ভাতের মাড়, ঘাস — ইত্যাদি দিয়ে মোটাতাজা করা হয়েছে। কোনো ধরনের কেমিক্যাল বা কৃত্রিম মোটাতাজাকরণ পদ্ধতি ব্যবহার করা হয়নি।

প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থী ও সম্ভাব্য ক্রেতারা তুফানকে দেখতে খামারে আসছেন। কেউ কেউ দরদাম করলেও এখনও কাঙ্ক্ষিত মূল্য মেলেনি। খামারটির ডিজিএম মো. আরিফ হোসেন বলেন, "ইংল্যান্ড প্রবাসী মিনহাজ নাসির খামারটি প্রতিষ্ঠা করেছেন বেকারত্ব দূর ও কর্মসংস্থানের লক্ষ্যে। প্রতিবছর এখান থেকেই জেলার সবচেয়ে বড় গরু সরবরাহ করা হয়। গত বছর তুফান বাজারে তুললেও প্রত্যাশিত দাম না পাওয়ায় বিক্রি করা হয়নি।"

এবারের কোরবানির মৌসুমে খামার কর্তৃপক্ষ আশা করছে, তুফান হবে মৌলভীবাজারের হাটের সেরা আকর্ষণ এবং এবার তারা কাঙ্ক্ষিত দাম পেয়ে যাবেন। কোরবানির পশুর বাজারে ইতোমধ্যে এই ষাঁড়টির নাম ছড়িয়ে পড়েছে, যা সাধারণ মানুষের কৌতূহল এবং মিডিয়ার আগ্রহ আরও বাড়িয়ে তুলেছে।

মতামত দিন