জেলার খবর

মৌলভীবাজারে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে শনাক্ত মোটরসাইকেল চোর চক্র

মৌলভীবাজার প্রতিনিধি ॥ মৌলভীবাজারে গ্রেফতার হওয়া মোটরসাইকেল চোর চক্রের সদস্যদের জিজ্ঞাসাবাদে নতুন তথ্য উদঘাটিত হয়েছে। তাদের দেওয়া তথ্যে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার পলতাকান্দা গ্রামে অভিযান চালিয়ে একটি রয়েল এনফিল্ডসহ আরও চারটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

মামলার বাদি মাহবুব হাসানের চুরি যাওয়া রয়েল এনফিল্ডসহ মোট পাঁচটি মোটরসাইকেল উদ্ধারের খবর স্থানীয়দের স্বস্তি দিয়েছে। জানা গেছে, দীর্ঘদিন ধরে এই চক্র ঢাকা, চট্টগ্রাম ও সিলেট থেকে মোটরসাইকেল চুরি করে এনে ভৈরবের সোহানের কাছে বিক্রি করত। পুলিশের বিশেষ অভিযানে মূলত সোহানের বাড়ি থেকেই উদ্ধার হয় বেশ কয়েকটি চোরাই বাইক।

বিজ্ঞ আদালতের নির্দেশে গ্রেফতার তিনজনকে পাঁচ দিনের রিমান্ডে এনে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের দেওয়া তথ্যে আবারও একই এলাকা থেকে একটি মোটরসাইকেল উদ্ধার সম্ভব হয়।

মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ গাজী মো. মাহবুবুর রহমান বলেন, “এ পর্যন্ত পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। মূল হোতা সোহানকে গ্রেফতারের চেষ্টা চলছে।”

জেলা পুলিশ জানিয়েছে, এ চক্র দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল এবং আন্তঃজেলা নেটওয়ার্কের মাধ্যমে তারা চুরি করা মোটরসাইকেল পাচার করত। পুলিশের ধারাবাহিক অভিযানে এই চক্রের কার্যক্রম ভেঙে দেওয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

মতামত দিন